এস বি এস বাংলা খবর ১১ জুলাই ২০২০

Airport staff check the temperatures of passengers returning from Milan as part of the coronavirus screening procedure at the Debrecen airport, Hungary. Source: AAP Image/EPA/Zsolt Czegledi HUNGARY OUT
শিরোনাম : প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন সোমবার ১১ জুলাই থেকে অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক আগমন প্রায় অর্ধেকে নামিয়ে আনা হবে। ফিরতি ভ্রমণকারীদের তাদের হোটেল কোয়ারান্টিমের বায় নিজেদের করতে হবে অস্ট্রেলিয়াতে কোভিড -১৯ এর চিকৎসার জন্য এই প্রথম বিকল্প হিসাবে রেমিডিসির অনুমোদন দেয়া হয়েছে। ৯০ এর কাছাকাছি একজন ভিক্টোরিয়ান ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছেন ,এই মৃত্যু নিয়ে অস্ট্রেলিয়াতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৭ এ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছেন যে কোভিড -১৯ নির্মূলের সম্ভাবনা নাই.কারণ এটির সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। খবর শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share