এসবিএস বাংলা শীর্ষ খবর: ২০ অক্টোবর ২০২০

Nursing staff are seen at a coronavirus testing facility at Bondi Beach in Sydney, Thursday, October 15, 2020. Source: AAP
আজকের শিরোনামগুলো: বিশ্ব জুড়ে ৪০ মিলিয়নেরও বেশি লোক করোনা-আক্রান্ত। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় স্পাই এজেন্সির প্রধান সতর্ক করে বলেছেন, এদেশের সাংস্কৃতিকভাবে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলোকে হয়রানি করছে বিদেশী দেশগুলো। নিউ সাউথ ওয়েলসে আরও দু’জন স্থানীয়ভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share