২০১১ সাল থেকে অভিবাসনের কারণে শিখধর্ম অস্ট্রেলিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল ধর্ম হিসেবে উঠে এসেছে।
তবে ২০২১ সালের সর্বশেষ জনগণনা অনুযায়ী, শিখধর্ম এখনো একটি সংখ্যালঘু ধর্ম হিসেবে বিবেচিত, যা মোট জনসংখ্যার মাত্র ০.৮ শতাংশ মানুষ নিজেদের শিখ হিসেবে চিহ্নিত করেছেন।
এক ধরনের বৈষম্য আছে যেমন, যখন কেউ পাগড়ি মাথায়, বা বাদামি ত্বকের দাড়িওয়ালা একজন মানুষকে দেখে। অনেক সময় এই বৈষম্য প্রকাশ্যে বলা হয় না, কিন্তু তা অনুভূত হয়, নীরবে থেকেই যায়।জসবীর সিং সুরোপাদা, শিখ ইন্টারফেইথ কাউন্সিল অব ভিক্টোরিয়ার চেয়ারপারসন
ভিক্টোরিয়ার শিখ ইন্টারফেইথ কাউন্সিলের চেয়ারপারসন জসবীর সিং সুরোপাদা বলেন, শিখরা কখনও প্রকাশ্যভাবে, আবার কখনও সূক্ষ্মভাবে বৈষম্যের শিকার হন।
তিনি অন্যান্য সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মিলে সাধারণ মানুষের মধ্যে শিখধর্ম সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করছেন।
তিনি বলেন, “ভুল ধারণাটা হলো যে, 'এই মানুষগুলো নিয়ে সমস্যা।' কিন্তু বাস্তবে আমরা সমাজের জন্য উপকারী। যদি আপনি কারও মাথায় পাগড়ি দেখেন, নিজেকে মনে করিয়ে দিন যে এই মানুষটির কাছ থেকেই আপনি সাহায্য পেতে পারেন।”
“আমাদের তিনটি মৌলিক নীতি আছে, ঈশ্বরের ধ্যানে মনোযোগ, সৎভাবে উপার্জন, এবং সেই উপার্জন থেকে প্রয়োজনমতো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া।”
‘আন্ডারস্ট্যান্ডিং হেইট’-এর এই পর্বে অস্ট্রেলিয়ার শিখ সম্প্রদায়ের ওপর বৈষম্যের প্রভাব এবং সম্প্রদায়ের নেতারা কীভাবে ভুল ধারণার বিরুদ্ধে লড়ছেন, তা তুলে ধরা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









