মেগান স্পিন্ডলার স্মিথ, পিপল উইথ ডিস্যাবিলিটি অস্ট্রেলিয়ার সিইও।
তিনি বলেন, "এবলিজম হলো যখন আপনি কারো প্রতিবন্ধীতার কারণে বা সমাজে তাদের অংশগ্রহণের ধরন অনুযায়ী নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।"
প্রতিবন্ধীতা নিয়ে বাস করা মানুষরা অসামঞ্জস্যভাবে, প্রায় দ্বিগুণ হারে বৈরিতা আর সহিংসতার শিকার হন।
আর সবচেয়ে বড় সমস্যা হলো এর অনেকটাই রিপোর্ট করা হয় না বা সঠিকভাবে ধরা পড়ে না, কারণ সিস্টেমই আসলে প্রতিবন্ধী মানুষদের অভিজ্ঞতা জানার ক্ষেত্রে বাধা।
মেগান বলছেন, যেসব অপমানের মুখোমুখি এই জনগোষ্ঠী হয়, তা অনেক সময় প্রকাশ্য হয়, যেমন হয়রানি বা মৌখিক নির্যাতন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে যার শিকার হয়েছেন।
অভিবাসী পটভূমি থেকে আসা প্রতিবন্ধী মানুষদের জন্য বৈষম্য বা প্রকাশ্যে কিংবা অনলাইনে টার্গেট হওয়ার সম্ভাবনা আরও বেশি।
এসবিএস এক্সামিনস থেকে আন্ডারস্ট্যান্ডিং হেইট-এর এই এপিসোডে আলোচনা করা হয়েছে এবলিজম বা প্রতিবন্ধীতার কারণে বৈষম্য নিয়ে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
আরও দেখুন

বয়স বৈষম্য সার্বিকভাবে সমাজের ক্ষতি করছে