অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন: অস্ট্রেলিয়ায় ইন্ডিজেনাস শিক্ষায় বৈষম্য এবং আমাদের করণীয়

Australia Explained - Indigenous Education

First Nations-led education sees stronger engagement, outcomes and pathways for young people. Credit: courtneyk/Getty Images

অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন সিরিজের এই পর্বে আমরা ইন্ডিজেনাস শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পারব যে কীভাবে এই পরিবর্তন কাজ করছে, কেন সাংস্কৃতিক শিক্ষা গুরুত্বপূর্ণ, আর কীভাবে ইন্ডিজেনাস ও পাশ্চাত্য জ্ঞান একত্রিত হয়ে সব শিক্ষার্থীর উপকারে আসতে পারে।


মূল বিষয়:
  • ইন্ডিজেনাস ও নন-ইন্ডিজেনাস শিক্ষার্থীদের কার্যক্রমের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা কয়েক বছর ধরে কিছুটা কমেছে—তবুও তা এখনো বিদ্যমান।
  • অনেক বিশেষজ্ঞ মনে করেন, ফার্স্ট নেশনস-নেতৃত্বাধীন ও তাদের সংস্কৃতিভিত্তিক শিক্ষা উদ্যোগকে গ্রহণ করলে শুধু ইন্ডিজেনাস নয়, সকল শিশুর শিক্ষাগত ফলাফল উন্নত হতে পারে।
  • একজন ইয়ার ১২ গ্র্যাজুয়েট তাঁর একাডেমিক সাফল্যের কৃতিত্ব দেন শিক্ষকদের সহায়তা এবং স্কুলের মাধ্যমে তাঁর সাংস্কৃতিক সংযোগের প্রতি।
শিক্ষা হল সম্ভাবনার এক পথ, কিন্তু বহুদিন ধরে সফলতার পথে নানান বাধার মুখে পড়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিজেনাস শিক্ষার্থীরা। যদিও অনেক চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, তবে ইতিবাচক পরিবর্তনও দৃশ্যমান। এখন আগের চেয়ে অনেক বেশি ইন্ডিজেনাস শিক্ষার্থী স্কুলের লেখাপড়া শেষ করছেন, বিশ্ববিদ্যালয়গুলো ফার্স্ট নেশনস জ্ঞানকে সাদরে গ্রহণ করছে, আর কমিউনিটি-নেতৃত্বাধীন কর্মসূচিগুলো বাস্তবিক অনেক পরিবর্তন আনছে।

ইউরোপীয় উপনিবেশ স্থাপনের আগে ফার্স্ট নেশনস সংস্কৃতির নিজস্ব এক সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা ছিল—যা ভূমি, জ্ঞান ও কমিউনিটির সঙ্গে গভীরভাবে সংযুক্ত।
সেই ঐতিহ্য আজও আমাদের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি বহন করে।

তবুও শিক্ষাক্ষেত্রে আজও অসমতা রয়ে গেছে। ইন্ডিজেনাস শিক্ষার্থীদের মধ্যে স্কুলে অনুপস্থিতির হার বেশি, সাক্ষরতা ও গণনায় পারদর্শিতা কম, এবং বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে প্রতিনিধিত্ব কম। এর পেছনে রয়েছে ঐতিহাসিক বৈষম্য, আজও চলমান বর্ণবৈষম্য, সাংস্কৃতিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অভাব, ও আর্থসামাজিক বৈষম্য—যা একে দীর্ঘস্থায়ী করে তুলেছে।

২০০৮ সালে অস্ট্রেলিয়ান সরকার ইন্ডিজেনাস জনগণের প্রতি আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করে—বিশেষত তাদের সন্তানদের পরিবার, কমিউনিটি ও নিজ ভূমি থেকে জোরপূর্বক আলাদা করে নেওয়ার জন্য।

এই ক্ষমাপ্রার্থনার অংশ হিসেবে, সরকার প্রতিশ্রুতি দেয় যে ইন্ডিজেনাস ও নন-ইন্ডিজেনাস অস্ট্রেলিয়ানদের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত শিক্ষায়, বিদ্যমান ব্যবধান দূর করার জন্য কাজ করবে।
Sharon Davis.jpeg
Sharon Davis, CEO of NATSIEC Source: Supplied / Sharon Davis
শ্যারন ডেভিস, যিনি একজন বার্ডি ও কিজা ব্যক্তি, জাতীয় অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার এডুকেশন করপোরেশন (NATSIEC)-এর সিইও।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ব্যবধান দূর করার বিষয়ে আলোচনা করতে গেলে, ইন্ডিজেনাস শিশুদের বিরুদ্ধে ইতিহাসজুড়ে চলা বৈষম্যের বাস্তবতা স্বীকার করাটা অত্যন্ত জরুরি।

তবে জাতীয় চুক্তি ‘ক্লোজিং দ্য গ্যাপ’ এর একটি মূল দিক হলো—অ্যাবরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগণের অভিজ্ঞতাভিত্তিক অসমতা দূর করতে, সরকারের কাজ করার পদ্ধতিতে আমূল সংস্কার আনা। বিশেষ করে, ফার্স্ট নেশনস জনগণ ও কমিউনিটির সঙ্গে কিভাবে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা যায়, সেটাই এই সংস্কারের কেন্দ্রবিন্দু।
 শ্যারন ডেভিস ব্যাখ্যা করে বলেন, ইন্ডিজেনাস শিক্ষার ক্ষেত্রে সংস্কারের কিছু গুরুত্বপূর্ণ দিক হলো—সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যৌথ অংশগ্রহণ নিশ্চিত করা এবং কমিউনিটি-নিয়ন্ত্রিত খাতকে শক্তিশালী করে তোলা। এসব উদ্যোগ ইন্ডিজেনাস সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণ ও সাফল্যের পথ প্রসারিত করে।

ড. অ্যান্থনি ম্যাকনাইট একজন আওয়াবাকাল, গামেরয় ও ইউইন পুরুষ, যিনি ইউনিভার্সিটি অব উলংগং-এর উলিয়ুঙ্গা ইন্ডিজেনাস সেন্টারে কাজ করছেন।

তিনি বহু বছর ধরে শিক্ষা পাঠক্রম, নীতি ও শিক্ষাচর্চায় অ্যাবরিজিনাল প্যাডাগজি—অর্থাৎ আদিবাসী শিক্ষাদর্শ—সংযুক্ত করার ওপর গবেষণা ও শিক্ষাদান করে আসছেন।

ড. ম্যাকনাইট মনে করেন, ইন্ডিজেনাস শিক্ষার প্রসঙ্গে Closing the Gap বা ব্যবধান ঘোচানোর অর্থ এবং দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে।

শ্যারন ডেভিস বলেন,
কেবল সাক্ষরতার স্কোর বা স্কুলে উপস্থিতির মতো সূচক দিয়ে শিক্ষায় সাফল্য মাপলে বৃহত্তর চিত্রটি ধরা যায় না।

তবে তিনি জোর দিয়ে বলেন, শিক্ষার ফলাফলের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা তুলে ধরা এখনও গুরুত্বপূর্ণ।

UOW INDIGENOUS LITERACY DAY
Dr McKnight has spent years teaching and researching how to embed Aboriginal pedagogy in curriculum, policy, and practice. Source: Supplied / MichaelDavidGray
গত বছর গামিলারয় তরুণী রেটোরি লেইন ডাবো সিনিয়র কলেজ থেকে তাঁর এইচএসসি (Higher School Certificate) সম্পন্ন করার আনন্দ উদযাপন করেন।

তিনি নিউ সাউথ ওয়েলসে এখন পর্যন্ত ইন্ডিজেনাস শিক্ষার্থীদের সবচেয়ে বড় ব্যাচের একজন, যারা সফলভাবে ইয়ার ১২ শেষ করেছে।

মিজ লেইন বলেন,
সহায়ক ও সহানুভূতিশীল এক শিক্ষার পরিবেশই তার এই অর্জনে মূল পরিবর্তন এনে দিয়েছে।

তাঁর সহায়ক নেটওয়ার্কে ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা, ইন্ডিজেনাস শিক্ষক ও কর্মীরা, এবং ন্যাশনাল অ্যাবরিজিনাল স্পোর্টস করপোরেশন অস্ট্রেলিয়া (NASCA)-র প্রতিনিধিরা। এই সংগঠনটি নিউ সাউথ ওয়েলস ও নর্দার্ন টেরিটরি জুড়ে কর্মসূচি চালায়, যার লক্ষ্য হলো ইন্ডিজেনাস শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সংযোগ ঘটানো এবং স্কুলে তাঁদের সাফল্য নিশ্চিত করা।
Retori Lane.png
Retori Lane (L) with her mother, Jenadel Lane. Source: Supplied / Retori Lane
রেটোরির মা, জেনাডেল, ডাবো সিনিয়র কলেজের ডেপুটি প্রিন্সিপাল—যে স্কুল থেকে তাঁর মেয়ে লেখাপড়া শেষ করেছেন।

তিনি ছিলেন তাঁদের পরিবারে প্রথম ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। তিনি ইন্ডিজেনাস শিক্ষায় প্রজন্মগত পরিবর্তনের কথা বলেন—কীভাবে এক সময় যেটা ছিল অসম্ভব, আজ তা অর্জনের পথ খুলে দিচ্ছে নতুন প্রজন্মের জন্য।

রেটোরি এখন ইন্ডিজেনাস স্টাডিজ মেজর নিয়ে ব্যাচেলর অব আর্টস অধ্যয়ন করবেন।

তিনি বলেন, নিজের অভিজ্ঞতা থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন—তাঁর কমিউনিটির অন্য তরুণদের শিক্ষা-অধিকারে শক্তিশালী করে তুলতে এবং তাদের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে পুনরায় সংযোগ ঘটাতে তিনি সাহায্য করতে চান।

এটা মনে রাখা জরুরি যে, ইন্ডিজেনাস দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাক্ষেত্রে ব্যবধান ঘোচানোর অর্থ শুধু ফলাফল উন্নত করা নয়—এর অন্তর্নিহিত অর্থ আরও গভীর। এটি ফার্স্ট নেশনস জ্ঞানের মূল্যায়নের বিষয়, কমিউনিটিকে নেতৃত্বের ক্ষমতায়ন দেওয়ার বিষয়, এবং এমন একটি সংস্কৃতিকভাবে নিরাপদ পরিসর তৈরি করার বিষয়, যেখানে শিক্ষার্থীরা নিজস্ব পরিচয়ে বিকশিত হতে পারে।

এটি পরিচয়, গর্ব এবং উত্তর প্রজন্মকে তাদের সংস্কৃতির সঙ্গে সংযুক্ত রেখে—তাদের নিজের ইচ্ছানুযায়ী সফল হওয়ার পথ নিশ্চিত করার বিষয়ও বটে।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।

আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে  australiaexplained@sbs.com.au  -এ আমাদের ইমেল করুন।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন: অস্ট্রেলিয়ায় ইন্ডিজেনাস শিক্ষায় বৈষম্য এবং আমাদের করণীয় | SBS Bangla