এসবিএস বাংলা শীর্ষ খবর: ২৩ অক্টোবর ২০২০

SBS News Bangla Program: 23 October 2020 Source: SBS
আজকের শিরোনামগুলো: বিদেশ ফেরত যাত্রী-সংখ্যা আগামী মাসে বাড়ানো হবে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় সবমিলিয়ে সাড়ে ২৭ হাজার কোভিড-১৯ কেস সনাক্ত হয়েছে, ৯০৫ জন এ পর্যন্ত মারা গেছে এবং ২৫ হাজার লোক আরোগ্য লাভ করেছে। চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Share