শীর্ষ সংবাদ
- ভয়েস টু পার্লামেন্ট এর জন্য সহায়তা প্রদানের ঘোষণা করলো অস্ট্রেলিয়ায় জেনারেল প্র্যাকটিশনার্সদের প্রতিনিধিত্বকারী সংস্থা রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্স বা R-A-C-G-P.
- রিজার্ভ ব্যাংকের গভর্নর ফিলিপ লোয়ির ভবিষ্যত নিয়ে জল্পনা চলছে। ফেডারেল বিরোধীরা বলছেন যে, পরবর্তী গভর্নরের পাবলিক সার্ভিস থেকে আসা উচিত হবে না।
- একটি সংসদীয় তদন্তে নিজেদেরকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে আত্মপক্ষ সমর্থন করেছে কমনওয়েলথ ব্যাংক। মর্টগেজ বা বন্ধকী ঋণ গ্রহণকারীদের তুলনায় ভাড়াটিয়ারা বেশি চাপে রয়েছে বলে সংসদীয় তদন্তকে বলা হয়েছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন যে, চীনের সঙ্গে লিঙ্কযুক্ত হ্যাকাররা অন্তত দু’টি মার্কিন সরকারি সংস্থা-সহ ২৫ টি সংস্থার ইমেইল অ্যাকাউন্ট গোপনে অ্যাকসেস করেছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









