আজকের শীর্ষ খবর
- অধিকারকর্মীরা বলছেন যে সহিংস সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া মহিলাদের জন্য ফেডারেল আর্থিক সহায়তা যথেষ্ট নাও হতে পারে।
- সন্ত্রাসবাদী আইনে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত একজন ১৫ বছর বয়সী কিশোরের বিষয়ে আজ বৃহস্পতিবার আদালত কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করার কথা রয়েছে।
- ২০২০ সালে দুই ভারতীয় গুপ্তচরকে দেশ থেকে সরিয়ে দেয়ার খবরের পর বিরোধীদলীয় নেতা পিটার ডাটন বলেছেন যে অস্ট্রেলিয়া বিদেশী হস্তক্ষেপের উল্লেখযোগ্য হুমকির সম্মুখীন হচ্ছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ তীব্র হওয়ার সাথে সাথে নিউইয়র্ক শহরে কয়েকশ ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থী বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
- ভারতের পশ্চিমবংগ সহ বিভিন্ন জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে।
- বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকেরা ভয় ও নিপীড়নের পরিবেশের মধ্যে রয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।









