আজকের শীর্ষ খবর
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুজন অস্ট্রেলিয়ান সহোদর ও তাদের একজনের লেবানিজ স্ত্রী নিহত হয়েছেন।
- ভিক্টোরিয়ার পূর্ব গিপসল্যান্ড অঞ্চলে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে, ফলে দেশটির পূর্ব উপকূলে প্রবল আবহাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
- নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলে সমুদ্রে ভেসে যাওয়া ১৯ বছর বয়সী একজন তরুণের খোঁজে আবারও অনুসন্ধান শুরু হচ্ছে।
- এই বছরের গ্রীষ্মের শুরু থেকে ইতিমধ্যেই সারা দেশে পানিতে ডুবে ২১ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে - যা গত বছরের একই তারিখে রেকর্ডের চেয়ে তিনজন বেশি।
- প্রবল বর্ষণে বন্যা ও ভূমিধসের কারণে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
- নিউ ইয়র্ক টাইমস ওপেন-এ-আই এবং মাইক্রোসফ্টের বিরুদ্ধে ফেডারেল মামলা দায়ের করেছে, তাদের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তা মিডিয়া শিল্পের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
- ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২৯ জনের শরীরে করোনা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে।
- বুধবার নিউজিল্যান্ডের নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।









