আজকের শীর্ষ খবর
- অস্ট্রেলিয়া, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর আয়োজনে ঈদুল ফিতর পালিত হচ্ছে।
- আজ ১১ এপ্রিল কুইন্সল্যান্ডের মিডিয়া ক্লাবে লেবার সরকার প্রস্তাবিত ফিউচার মেইড ইন অস্ট্রেলিয়া অ্যাক্ট বিষয়ে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী এন্থনী এলবানিজি ।
- যুক্তরাষ্ট্র আর জাপানের সাথে সামরিক অংশিদারিত্ব বৃদ্ধি করতে অস্ট্রেলিয়া এই দুই দেশের সাথে মিসাইল প্যাক্টে যুক্ত হতে চলেছে।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজি বলেন যে, সরকার প্যালেস্টাইনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে গুরুত্ব সহ বিবেচনা করছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।




