ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের স্কুল অফ হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন সায়েন্সের ড. আসাদুজ্জামান খান বলেন,
“আত্মহত্যা একটি জটিল বিষয়।”
“স্বল্প ও নিম্ন আয়ের দেশগুলোতে মানুষ বেশি আত্মহত্যা করে।”
তিনি আরও বলেন, ১০ থেকে ২৪ বছর বয়সী ছেলে-মেয়েদের মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যার স্থান দ্বিতীয়। তার কথায়,
“সুইসাইড হচ্ছে সেকেন্ড লিডিং কজ অফ ডেথ।”
কিশোর-কিশোরীদের বয়োঃসন্ধিকালের এই সময়টি সম্পর্কে তিনি বলেন,
“অ্যাডোলোসেন্ট পিরিয়ডটা খুব চ্যালেঞ্জিং।”
“(এ সময়ে) মেয়েরা বেশি সুইসাইড করে।”

Dr Asaduzzaman Khan Source: Supplied
ড. আসাদুজ্জামান খানের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।





