শারিরিক প্রতিবন্ধি ব্যক্তি জাহিদের এগিয়ে চলার গল্প

Jahidul Islam Source: Supplied
শারিরিক প্রতিবন্ধি ব্যক্তি বাংলাদেশী শিক্ষার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম অস্ট্রেলিয়া সরকারের স্কলারশিপ নিয়ে Australian National University তে Master of climate change নিয়ে পড়াশোনা করছেন। জাহিদ বিভিন্ন আন্তর্জাতিক NGO তে প্রতিবন্ধী ব্যাক্তিদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করেছেন। জাহিদ নিজেও একজন শারিরিক প্রতিবন্ধি ব্যক্তি। ছোটবেলায় পলিও রোগে আক্রান্ত হওয়ার পর থেকে থেকে বাবা-মায়ের সহায়তায় অনেক ত্যাগের বিনিময়ে তিনি সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। Wheelchair এ চলাফেরা করেন জাহিদ। কিন্তু কোনো কিছুই জাহিদের এগিয়ে যাওয়াটা থামাতে পারেনি। অস্ট্রেলিয়াতে আসার আগে বাংলাদেশে North South University থেকে MBA সম্পন্ন করেছেন তিনি। এস বি এস বাংলার সাথে সেই এগিয়ে যাওয়ার গল্পটাই বললেন জাহিদ। জাহিদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।
Share