বাংলাদেশের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি চিন্তা করে সম্প্রতি অস্ট্রেলিয়ার উদ্বৃত্ত অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন যেন বাংলাদেশে পাঠানো হয় সেজন্য একটি পিটিশন দাখিল করা হয়েছে পার্লামেন্টে।
১২ আগস্ট ২০২১ পর্যন্ত অনলাইনে এতে স্বাক্ষর করা যাবে।
এই উদ্যোগের প্রিন্সিপাল পিটিশনার ডঃ আয়াজ চৌধুরী, যিনি পেশায় একজন গ্যাস্ট্রোএন্টরোলজি কনসালটেন্ট এবং অবার্ন হসপিটাল মেডিক্যাল স্টাফ কাউন্সিলের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ ফোরাম ফর কমিউনিটি এংগেজমেন্টের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট।
ড: আয়াজ চৌধুরী এসবিএস বাংলার সাথে কথা বলেছেন এই পিটিশন সম্পর্কে।

ডঃ চৌধুরী বলেন, "অস্ট্রেলিয়া প্রথমে এস্ট্রাজেনিকা ভ্যাকসিন আমদানি করলেও কিছু সমস্যা হওয়ায় এবং এটিকে অতিরঞ্জিত করে প্রচারণার কারণে অস্ট্রেলিয়ানদের এই ভ্যাকসিন নিয়ে অনাগ্রহ দেখা যায়। এতে বিপুল পরিমান এস্ট্রাজেনিকা ভ্যাকসিন উদ্বৃত্ত হয়ে পড়ে।"
"এছাড়া অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সেরাম ল্যাব (সিএসএল) সপ্তাহে এক মিলিয়ন ভ্যাকসিন উৎপাদনে সক্ষম। তার প্রেক্ষিতে অস্ট্রেলিয়া যাতে উদ্বৃত্ত হয়ে পড়া ভ্যাকসিনগুলো বাংলাদেশে পাঠায় সেজন্য একটি পিটিশন করা হয়েছে।"
সাম্প্রতিক সময়ে একটি অনলাইন মিটিংয়ের প্রসঙ্গে ডঃ চৌধুরী জানান, ইমিগ্রেশন মিনিস্টার, অনারেবল অ্যালেক্স হওক এমপি; লিবারাল পার্টির নিউ সাউথ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট, হর্নসবি শায়ারের মেয়র ও সাবেক ইমিগ্রেশন মিনিস্টার অনারেবল ফিলিপ রাডক; নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইস্ট হিলস-এর ওয়েন্ডি লিন্ডসে এমপিসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ।
এছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত, মি: মোহাম্মদ সুফিউর রহমান এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন বাংলাদেশ কোভিড ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজোরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল্লাহ।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
"এই মিটিংয়ে ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হওক বলেছেন যে বাংলাদেশ করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতের মত দুর্বিষহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাক তা তারা চান না।"
অস্ট্রেলিয়ান নেতৃবৃন্দ বাংলাদেশে ভ্যাকসিন পাঠানোর অনুরোধ প্রধানমন্ত্রী স্কট মরিসনের নিকট পৌঁছে দেবেন এমন প্রত্যাশার কথা জানিয়ে ডঃ আয়াজ চৌধুরী বলেন ভবিষ্যতে বাংলাদেশ হয়তো অস্ট্রেলিয়ায় উৎপাদিত ভ্যাকসিন কিনতেও পারে।
ডঃ আয়াজ চৌধুরীর পুরো সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
আরও দেখুন:








