- গুরুত্বপূর্ণ দিক
- টেম্পোরারী গ্রাজুয়েট ভিসা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মূল্যবান কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং এটি পার্মানেন্ট রেসিডেন্সি পেতেও সাহায্য করবে।
- এখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা অফশোর বা অস্ট্রেলিয়ার বাইরে থাকালেও এই ভিসার আবেদন করতে পারে।
- দ্বিতীয় পোস্ট স্টাডি ওয়ার্ক 485 ভিসার জন্য আবেদনের শর্ত হচ্ছে একটি রিজিওনাল প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করা এবং ভিসার জন্য আবেদনের আগে কমপক্ষে দুই বছর সেখানে থাকা।
টেম্পোরারী গ্রাজুয়েট ভিসা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মূল্যবান কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবে এবং এটি পার্মানেন্ট রেসিডেন্সি পেতেও সাহায্য করবে।
অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসার পোস্ট-স্টাডি ওয়ার্ক স্ট্রিম, যা সাবক্লাস 485 ভিসা নামেও পরিচিত, এর আওতায় অস্ট্রেলিয়ান টারশিয়ারি প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর শেষ করলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় থাকতে এবং পড়াশোনা শেষ করার পরে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারে।

সিডনি-ভিত্তিক মাইগ্রেশন এজেন্ট এলিস ওয়াং বলেন, "অধ্যয়ন পরবর্তী কাজের ভিসা ওই সব বিদেশী শিক্ষার্থীদের জন্য যারা অস্ট্রেলিয়ায় তাদের প্রথম স্টুডেন্ট ভিসার জন্য ১ নভেম্বর ২০১১ বা তার পরে আবেদন করেছিলেন। অস্ট্রেলিয়ায় কমপক্ষে স্নাতক এবং উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে পড়াশোনা শেষ করার ছয় মাসের মধ্যে 485 ভিসার জন্য আবেদন করতে হবে।"
অ্যালিস ওয়াং বলেন যে আপনার পোস্ট-স্টাডি কাজের ভিসার সময়কাল আপনার যোগ্যতার উপর নির্ভর করে।
"যদি শিক্ষার্থী কোর্স ওয়ার্কের মাধ্যমে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে, তবে তারা দু'বছরের ভিসার জন্য অনুরোধ করতে সক্ষম হয়, যদি তারা গবেষণার মাধ্যমে স্নাতকোত্তর সম্পন্ন করে, 485 ভিসাটি তিন বছরের জন্য মঞ্জুরি দেওয়া যেতে পারে, এবং যদি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে, তবে প্রাথমিক 485 ভিসা চার বছরের জন্য দেওয়া যেতে পারে।"
ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স COVID-19 ভ্রমণ বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তার জন্য সমস্ত 485 ভিসা স্ট্রিমের আবেদনের প্রয়োজনীয়তা এবং ভিসার মানদণ্ড সংশোধন করেছে।
নীল কন্সালটেন্সির মাইগ্রেশন এজেন্ট নিরাজ শ্রেষ্ঠ বলেছেন যে ২০২০ সালের ফেব্রুয়ারির আগে ভিসার জন্য আবেদন করার পাশাপাশি ভিসা গ্র্যান্টের সময় 485-ভিসার আবেদনকারীর অস্ট্রেলিয়ায় থাকতে হতো।

এখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা অফশোর বা অস্ট্রেলিয়ার বাইরে থাকালেও এই ভিসার আবেদন করতে পারে।
তিনি বলেন, "মহামারীর কারণে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিপদে পড়েছে। অনেকের এক বা দুটি সেমিষ্টার বাকি ছিল, এবং যখন তারা ছুটিতে ছিল, বা পরিবারের সাথে সময় কাটাতে বাড়ি ফিরে গিয়েছিল, এখন তারা সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ফিরে আসতে পারেনি। তবে এখন এই পরিবর্তনের কারণে তারা 485-ভিসার জন্য আবেদন করতে পারে এবং সীমান্ত উন্মুক্ত হলে তারা অস্ট্রেলিয়ায় ফিরে আসতে পারে।"
আরো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো রিজিওনাল অস্ট্রেলিয়ায় যারা বসবাস ও পড়াশোনা করেছেন তাদের মধ্যে যারা 485 ভিসাধারী তারা দ্বিতীয় একটি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন।
মিঃ শ্রেষ্ঠ উল্লেখ করেছেন যে দ্বিতীয় একটি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা তাঁর অনেক ক্লায়েন্টের জন্য যথেষ্ট উৎসাহব্যঞ্জক।
"এটি ২০২১ সালের ২০ জানুয়ারী থেকে কার্যকর করা হয়েছে, 485 ভিসাধারী যদি যোগ্য হন তবে তারা দ্বিতীয় আরেকটি 485 ভিসার জন্য আবেদন করতে পারবেন, যদি তারা রিজিওনাল এলাকায় একনাগাড়ে বসবাস করে থাকেন; তবে তারা একই সাবক্লাস ভিসার ক্ষেত্রে এক বা দুই বছর বাড়াতে পারবেন।"
দ্বিতীয় পোস্ট স্টাডি ওয়ার্ক 485 ভিসার জন্য আবেদনের শর্ত হচ্ছে একটি রিজিওনাল প্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করা এবং ভিসার জন্য আবেদনের আগে কমপক্ষে দুই বছর সেখানে থাকা।
অ্যালিস ওয়াং বলেন যে রিজিওনাল অস্ট্রেলিয়ায় মেলবোর্ন, সিডনি এবং ব্রিসবেন বাদে সমস্ত অস্ট্রেলিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, "রিজিওনাল এলাকার দুটি বিভাগ রয়েছে, একটিকে রিজিওনাল সেন্টার বলা হয়, এবং অন্যটি রিজিওনাল অঞ্চল। পার্থ এবং অ্যাডিলেড শহর রিজিওনাল সেন্টার হিসাবে বিবেচিত হতে পারে। এছাড়াও যেমন নিউ সাউথ ওয়েলসের ওলংগং, নিউক্যাসলকেও রিজিওনাল সেন্টার হিসাবে বিবেচনা করা যেতে পারে।
পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিমের মূল আবেদনকারী তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারেন এবং তাদের পড়াশোনা ও কাজের অধিকার থাকবে, মিঃ শ্রেষ্ঠা বলেন।
তিনি বলেন, "এবং সেই সময়ের মধ্যে, তারা দেশে ফিরে গিয়ে বিয়ে করতে পারে, এবং তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারে, এবং একবার ভিসা দেওয়া হয়ে গেলে, মূল আবেদনকারীর মতো তাদেরও একই অধিকার থাকবে। এবং 485 ভিসার আরেকটি ভাল বিষয় হচ্ছে যে এখানে কর্মঘন্টা নির্দিষ্ট নয়, শর্তহীনভাবে ফুল টাইম বা পার্ট টাইম কাজ করতে পারেন।"

নিরাজ শ্রেষ্ঠ প্রধানত নেপাল, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের সার্ভিস দেন।
তাদের মধ্যে অনেকে রিজিওনাল অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করছেন কারণ এটি তাদের পার্মানেন্ট রেসিডেন্সি পেতে সহায়তা করতে পারে।
তিনি বলেন, "এই গ্রাজুয়েট ভিসা অস্থায়ী ভিসা হলেও এটি পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার ভালো উপায়।"
ভিসার অন্য যে স্ট্রিমটি আছে তা হচ্ছে - গ্রাজুয়েট ওয়ার্ক স্ট্রিম যা ১৮ মাসের জন্য দেয়া হয়। এর জন্য আপনি যে পেশাকে মনোনীত করবেন তা অবশ্যই স্কীলড অকুপেশন লিস্টে থাকতে হবে এবং অবশ্যই স্কীল এসেসমেন্ট পাশ করতে হবে।
পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন
আরো দেখুনঃ










