আঞ্চলিক অঞ্চলে কর্মীদের প্রয়োজন অন্যদিকে মেট্রো এলাকায় চাকুরীর আকাল

A still from Broome's promotional video

A still from Broome's promotional video Source: Supplied

অস্ট্রেলিয়ায় বেকারত্ব বিশ বছরের মধ্যে সবচাইতে বেশী - তবে এসবিএস এর এক সমীক্ষায় দেখা যায় যে আঞ্চলিক অঞ্চলগুলো শ্রমিকদের জন্য হাহাকার করছে।রিজিওনাল এলাকা গুলিতে নতুন কাজের বিজ্ঞাপনের সংখ্যা প্রায় প্রাক-মহামারী স্তরে ফিরে এসেছে - যেখানে মেট্রো অঞ্চলে কর্মীদের চাহিদা এখন এক তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


সীমান্ত বন্ধ হওয়া সত্বেও পশ্চিম অস্ট্রেলিয়ায় পর্যটকদের দৌড় কমেনি , বরং কর্মী সংখ্যা কমেছে।

ড্যানিয়েলে হার্ট Broome কয়েকটি হোটেল এবং একটি পানশালা চালায় - শহরটি দীর্ঘ সৈকত, উষ্ণ আবহাওয়া এবং ক্যামেল রাইড এর জন্য পরিচিত ।

দেশীয় পর্যটক যারা বিদেশ বা আন্তঃরাজ্য ভ্রমণ করতে পারছেননা তাদের আগমন বেড়েছে সেই সাথে ব্যবসাও বেড়েছে ।

তবে এর পুরোপুরি ভাবে চালানোর মতো কর্মচারী তার নেই।

এর প্রবণতা অস্ট্রেলিয়া জুড়ে দেখা যায়।

Job advertisement data provided by employment agency Seek shows demand for workers in regional areas outpaces the metro in every state and territory.

এমপ্লয়মেন্ট এজেন্সী Seek এর দেয়া Job advertisement data তে দেখা যায় যে আঞ্চলিক অঞ্চলগুলিতে কর্মীদের জন্য চাহিদা বাড়ছে স্টেট এবং টেরিটোরির মেট্রো এলাকাগুলোর চাইতে ।

আঞ্চলিক চাকরির বিজ্ঞাপনগুলি ভিক্টোরিয়া ব্যতীত অন্য সব রাজ্যে প্রাক-কোভিড স্তরে ফিরে এসেছে, তবে মেট্রো অঞ্চলে চাকরির বিজ্ঞাপনগুলি মহামারীর শুরু হওয়ার পরে ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে।

আঞ্চলিক ডাব্লিউএ তে লক্ষ করলে দেখা যাবে , পাবলিক সেক্টর এবং কাস্টমার সার্ভিসগুলোতে কর্মসংস্থান প্রাক-মহামারী চাহিদা ছাড়িয়ে গেছে

স্টিফেন টফলি সিক (seek )অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সেলস এবং সার্ভিস ডিরেক্টর।

তিনি বলেন যে সেক্টরটি বাস্তবে পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছে নগর ভিত্তিক অফিস কর্মীদের কারণে ।

রাজ্যে বেকারত্বের হার ৮.৩ শতাংশ, ডাব্লু-এ সরকার নগর রিজিওনাল এলাকাগুলোতে কর্মী পেতে Work and Wander প্রোগ্রাম চালু করেছে।

তবে রাজ্যের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যারন মোরি নিশ্চিত নন যে এই ক্যাম্পাইনটি ক্যাম্পপেন্টি ক্যামপেইনটি ব্যাকপ্যাকারএবং প্রশান্ত মহাসাগরীয় কর্মীদের প্রতিস্থাপন করবে কিনা। বিশেষত বর্তমান ওয়েলফেয়ার পেমেন্ট এর কারণে ।

তবে, ড্যানিয়েল হার্টের Broome চের জয়ার কোনো ইচ্ছা নেই।


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now