অস্ট্রেলিয়ায় স্পন্সর্ড প্যারেন্ট ভিসা ইস্যু করা হচ্ছে

১ জুলাই থেকে চালু হওয়া স্পন্সর্ড প্যারেন্ট (টেম্পোরারি) ভিসা প্রদান করা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৩০০-এর বেশি স্পন্সরশিপের আবেদন এবং ১৭০টি ভিসা আবেদন জমা পড়েছে বলে ইমিগ্রেশন মিনিস্টার ডেভিড কোলম্যান এমপির অফিস থেকে বলা হয়েছে।

Visa Application

Source: Getty Images

দীর্ঘ-প্রতীক্ষিত স্পন্সর্ড প্যারেন্ট ভিসা প্রদান করা শুরু হয়েছে। এর মাধ্যমে সাউথ আফ্রিকা, ভেনিজুয়েলা, চীন, সাউথ কোরিয়া, বলিভিয়া, যুক্তরাজ্য, মিশর এবং ভারতের প্যারেন্টরা অচিরেই অস্ট্রেলিয়ায় আসবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হবেন।

মিনিস্টার ফর ইমিগ্রেশন, সিটিজেনশিপ, মাইগ্রান্ট সার্ভিসেস অ্যান্ড মাল্টি-কালচারাল অ্যাফেয়ার্স অনারেবল ডেভিড কোলম্যান এমপি বলেন, ১৩০০–এর বেশি স্পন্সরশিপ আবেদন এবং ১৭০টি ভিসা আবেদন এ পর্যন্ত জমা পড়েছে এবং ভিসা ইস্যু করাও ইতোমধ্যে শুরু হয়েছে।

তিনি বলেন,

“যে রকমটি ভাবা হয়েছিল, এই নতুন ভিসার তীব্র চাহিদা রয়েছে।”

“সমস্ত অস্ট্রেলিয়ানদের জন্য জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পরিবার। সফল বহু-সাংস্কৃতিক সমাজ গঠনের অন্যতম উপাদান হলো আমাদের পারিবারিক এবং সামাজিক যোগসূত্রগুলো ধরে রাখার বিষয়টি।”

নতুন এই ভিসার মূল আবেদন গ্রহণ করা শুরু হয়েছে ১ জুলাই থেকে। এর মাধ্যমে স্পন্সর করা প্যারেন্টরা অস্ট্রেলিয়ায় একটানা পাঁচ বছর পর্যন্ত থাকতে পারবেন। এরপর, সামান্য কিছু দিন অস্ট্রেলিয়ার বাইরে অবস্থান করে তারা আরও পাঁচ বছরের ভিসার জন্য আবারও আবেদন করতে পারবেন।

বিদ্যমান অন্যান্য ফ্যামিলি ভিসাগুলোকে প্রতিস্থাপন করছে না এই নতুন ভিসাটি।

বিদ্যমান ভিজিটর ভিসা (সাবক্লাস ৬০০) স্পন্সর্ড ফ্যামিলি স্ট্রিম-এ ১২ মাস সময়কাল অস্ট্রেলিয়াতে থাকা যায়। এর জন্য মাথাপিছু ভিসা ফিজ হলো ১৪৫ ডলার। এর বিপরীতে, অস্থায়ী প্যারেন্ট ভিসা (সাবক্লাস ৮৭০) এর জন্য অনেক উচ্চহারের ভিসা ফিজ নির্ধারণ করা হয়েছে। ৩ বছরের জন্য ফিজ লাগবে ৫ হাজার ডলার এবং ৫ বছরের জন্য ১০ হাজার ডলার।

Follow SBS Bangla on FACEBOOK.


Share

2 min read

Published

By Sikder Taher Ahmad



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now