আজ এসবিএস অস্ট্রেলিয়ার সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ সম্প্রচারকারী হিসেবে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সংহতি গড়ে তুলছে। ১৯৭৫ সালে সিডনির টু-ই-এ (2EA) ও মেলবার্নের থ্রি-ই-এ (3EA) রেডিও স্টেশন হিসেবে শুরু হয় এসবিএসের যাত্রা।
ইটালিয়ান প্রোগ্রামের সাংবাদিক ডোমেনিকো জেনটিলে ১৯৭৭ সাল থেকে যুক্ত আছেন। তিনি বলেন, “সব প্রাইম মিনিস্টার অতিথি হয়েছেন। আমাদের কাজ ছিল জাতিগোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা।”
৮০’র দশকে মালটিজ প্রোগ্রামে যোগ দেন জো অ্যাকসিয়াক। “হঠাৎ নিজ ভাষা ও সঙ্গীত শোনা ছিল এক অন্য জগৎ,” বলেন তিনি।
বাংলাদেশি মুহিব আলম ১৯৭৯ সালে সিডনিতে পড়তে এসে মাল্টিকালচারাল এথনিক রেডিও 2EA-তে যুক্ত হন। ১৯৮০-৮৩ সাল পর্যন্ত তিনি এসবিএস বাংলা-তে স্বেচ্ছাসেবক ছিলেন।
মুহিব আলম বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এসবিএস বাংলার কথা জেনে বাংলাদেশিদের জন্য আলাদা বাংলা অনুষ্ঠান চালুর উদ্যোগ নেয়।
এসবিএস টেলিভিশন চালু হয় ১৯৮০ সালে। এখন এটি একটি মাল্টি-মিডিয়া সংস্থা, যার ছয়টি ফ্রি-টু-এয়ার চ্যানেল ও এসবিএস অন ডিমান্ড রয়েছে।
এসবিএসের ম্যানেজিং ডিরেক্টর জেমস টেইলর বলেন, “আমরা অস্ট্রেলিয়ার সবচেয়ে বিশ্বস্ত নিউজ মিডিয়া।”
২০১২ সালে এনআইটিভি (NITV) এসবিএসের অংশ হয়। ইন্ডিজিনাস নিউজ হেড নাটালি আহমাত বলেন, “নতুন অভিবাসীরা এখন আদিবাসীদের গল্প জানতে চায়।”
এসবিএস অডিও এখন ৬০টিরও বেশি ভাষায় সম্প্রচার করে। ২০২৩ সালে যুক্ত হয় এসবিএস মালয়।
৫০ বছর পূর্তিতে টেইলর বলেন, “আমরা আবার ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ সম্প্রচার করব এবং পশ্চিম সিডনিতে প্রোডাকশন সেন্টার গড়ার পরিকল্পনা করছি।”
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।