সতর্কতা: এই প্রতিবেদনে মানসিকভাবে কষ্টদায়ক বিষয় রয়েছে।
অস্ট্রেলিয়ার জন্য এক অন্ধকার দিনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বার্তা দিয়েছেন।
তিনি বলছেন, “গতকাল আমরা যা দেখেছি, তা ছিল চরম অশুভতার প্রকাশ—এক জঘন্য ইহুদিবিদ্বেষ। এটি ছিল আমাদের ভূখণ্ডে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা—বন্ডাই সমুদ্র সৈকতের মত একটি সুপরিচিত মিলন স্থানে, যেখানে অস্ট্রেলিয়ানরা আনন্দ, পরিবারিক সমাবেশ ও উদ্যাপন করে। গত রাতের ঘটনার মাধ্যমে সেই স্থানটি চিরতরে কলঙ্কিত হয়ে গেল।”
সিডনির ইহুদি কমিউনিটির আয়োজিত হানুকা অনুষ্ঠানটি দেশের সবচেয়ে ভয়াবহ নির্বিচার গুলির ঘটনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, পোর্ট আর্থার হত্যাকাণ্ডের পর থেকে।
উদ্যাপনে অংশ নিতে জড়ো হওয়া শত শত মানুষের ওপর দুই সশস্ত্র ব্যক্তি গুলি চালায়।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।
তিনি বলছেন,“অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে—এর মধ্যে ১৫ জন নিরীহ মানুষ এবং একজন হামলাকারী। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৪২ জন আহত ভর্তি আছেন। ভুক্তভোগীদের বয়স ১০ থেকে ৮৭ বছরের মধ্যে—এটি এক ভয়াবহ বাস্তবতা।”
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন নিশ্চিত করেছেন যে ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ঘটনাস্থল ও সময়, ব্যবহৃত অস্ত্রের ধরন এবং ঘটনাস্থলে পাওয়া বিস্ফোরক ডিভাইসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিভাইসগুলো বিস্ফোরিত হয়নি এবং পুলিশ সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
কমিশনার ল্যানিয়ন জানান, দুই হামলাকারী বাবা ও ছেলে।
“তদন্তের ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, আর কোনো অপরাধীর সন্ধান করা হচ্ছে না। গতকালের ঘটনায় দু’জনই জড়িত ছিলেন, তাদের বয়স যথাক্রমে ৫০ ও ২৪ বছর; তারা বাবা ও ছেলে। ৫০ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন। ২৪ বছর বয়সী ব্যক্তি বর্তমানে হাসপাতালে গুরুতর হলেও স্থিতিশীল অবস্থায় আছেন।”
৫০ বছর বয়সী ওই ব্যক্তি ছয়টি আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্সধারী ছিলেন, যেগুলো ঘটনার সময় ব্যবহৃত অস্ত্রের সঙ্গে মিল রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ বনিরিগ ও ক্যাম্পসির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি স্থানে তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে এবং হুমকি পুরোপুরি দূর হয়েছে কি না তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে বিভিন্ন স্টেট ও টেরিটোরিতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেছেন, ইহুদিবিদ্বেষী ঘৃণা নির্মূলে সরকার তার ক্ষমতার সবকিছুই করবে।
তিনি প্রথম যারা সাড়া দিয়েছেন সেইসব কর্মীদের প্রশংসা করেন—বিশেষ করে সেই এক প্রত্যক্ষদর্শীর, যাকে ভিডিওতে এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে দেখা যায়।
বিশ্বজুড়ে এই হামলার নিন্দা করা হয়েছে, যাদের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও আছেন। তিনি এর আগে ইহুদিবিদ্বেষ ইস্যুতে আলবানিজি সরকারের সমালোচনা করলেও, ওই সাহসী প্রত্যক্ষদর্শীর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন।
ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং একাধিক গুলিবিদ্ধ আঘাতের চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করেছেন এবং পুলিশি তৎপরতা চলাকালে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স বাসিন্দাদের রক্ত দান করে সহায়তার আহ্বান জানান।
আর প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেছেন, এটি এমন এক সময় যখন ঘৃণা ও বিদ্বেষে বিভক্ত না হয়ে অস্ট্রেলীয়দের একে অপরের পাশে দাঁড়ানো উচিত।
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

















