আবুদ শাউয়িস এবং নাদিয়া সাঈদ এসবিএস এক্সামিনজের কাছে তাদের সাথে ঘটা ঘটনাগুলো শেয়ার করেছেন।
একটি সতর্কবাণী... শ্রোতাদের কাছে কিছু ঘটনা কষ্টদায়ক বলে মনে হতে পারে।
এই বছরের জুলাইয়ের শুরুতে, আবুদ শাউয়িস এবং তার কয়েকজন বন্ধু সিডনি থেকে অ্যাডিলেড ভ্রমণ করছিল।
তারা ফিলিস্তিনপন্থী সমাবেশে যোগ দিচ্ছিল এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিল।
লবিতে একজন লোক লিফটের জন্য অপেক্ষা করছিলেন।
আবুদ অভিযোগ করে বলেন যে লোকটি তাদেরকে গালাগালি করতে শুরু করে, এবং সেইসাথে ঘটনাটি আক্রমণাত্মক হয়ে উঠে।
অবশেষে পুলিশ আসে, লোকটিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এবং এই বছরের শেষের দিকে তিনি আদালতে হাজির হবেন বলে ধারণা করা হচ্ছে।
ইসলামোফোবিয়া রেজিস্টার অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর ড. নোরা আমাথের মতে আবুদ যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তা অস্বাভাবিক নয়।
তিনি বলেন, "ইসলামোফোবিয়া বর্ণবাদের মধ্যে নিহিত, এবং এটি এক ধরনের বর্ণবাদ যা মুসলিম ধর্মীয় অভিব্যক্তিকেই টার্গেট করে।"
তিনি বলেন, গত বছরের অক্টোবরে হামাস জঙ্গিরা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে অস্ট্রেলিয়ায় ইসলামোফোবিক ঘটনা ব্যাপকভাবে বেড়েছে।
ড. আমাথ বলেন ইসলামোফোবিক ঘটনাগুলি আরও ব্যক্তিগত এবং গুরুতর হয়ে উঠছে।
গত বছর রেজিস্টারে ৭৪৯টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। কিন্তু ড. আমথ বলেন অনেক ঘটনা রিপোর্টই করা হয়নি।
ড. আমাথ বলেন যে তিনি চান যে সবাই তাদের বিশ্বাস প্রকাশ করতে নিরাপদ বোধ করুক।
নাদিয়া সাঈদ প্রথমবার যখন রেজিস্টারে যোগাযোগ করেন সে কথা মনে করেন।
ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার কয়েকদিন পর, যেখানে মসজিদে ৫১ জন লোককে গুলি করে হত্যা করা হয়েছিল, সেদিন নাদিয়া ব্রিসবেনে একটি রেস্তোরাঁয় যান, এবং এক লোকের কথায় হতবাক হয়ে পড়েন।
তিনি বলেন, "লোকটি ঠিক আমার কাছে এসে বলল, 'তোমাকেও হত্যা করা উচিত ছিল, এটা তোমাদের প্রাপ্য ছিল, আমি চাই যে তোমার বা তোমাদের মত লোক আরও যাতে মারা যেত, তোমাকেও যাতে গুলি করা হতো'।"
সেসময় মাত্র ২১ বছর বয়সী নাদিয়া ভয়ে কাঁপতে থাকেন এবং তখনি তিনি প্রতিটি ইসলামফোবিক অভিজ্ঞতার রিপোর্ট করার সিদ্ধান্ত নিয়েছিলেন - সে যত বড় বা ছোট ঘটনা হোক না কেন।
গত বছর অস্ট্রেলিয়ার গণভোটের দিনে, এবং ৭ অক্টোবরের এক সপ্তাহ পরে, নাদিয়া একটি ভোট কেন্দ্রে কাজ করার সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, "সেদিন আমার মন বলছিল কেউ কিছু বলবে কারণ মুসলিম মহিলারা, যারা হিজাব পরে, তাদের এই অনুভূতিটা হয়।"
নাদিয়া বলেন যে তিনি ভোটকেন্দ্রের দরজায় কাজ করছিলেন যখন একজন লোক তার কাছে এসে জিজ্ঞাসা করলেন তিনি মুসলিম কিনা।
তিনি বলেন, "লোকটি বলছিল 'তোমরা মানুষ হত্যা করতে পছন্দ কর, তোমরা ফিলিস্তিনিদের পক্ষে, সন্ত্রাসী সংগঠনের অংশ হতে পছন্দ কর।' এবং এসময় কান্নায় ভেঙে পড়েছিলাম।"
এসময় তিনি হতবাক হয়ে যান যে এমন একটি সর্বজনীন স্থানে, কেউ তার পক্ষে দাঁড়ায়নি। এবং ইসলামোফোবিয়া রেজিস্টার অনুসারে, ঘটনার শিকারদের পক্ষে তাৎক্ষণিকভাবে কথা বলা লোকের সংখ্যা কমে গেছে।
প্রতিবেদনটি পড়তে ক্লিক করুন উপরের লিঙ্কে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং āĻāϏāĻŦāĻŋāĻāϏ āĻ
āύ āĻĄāĻŋāĻŽāĻžāύā§āĻĄā§ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন āĻāϏāĻŦāĻŋāĻāϏ āϏāĻžāĻāĻĨ āĻāĻļāĻŋā§āĻžāύ চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।