আপনার যদি আইফোন, আই-প্যাড কিংবা ম্যাক কম্পিউটার থাকে, তাহলে সতর্ক হোন।
আপনার ডিভাইসটি যদি আপডেট না করা হয়ে থাকে, তাহলে সেটির অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি থাকার কারণে হ্যাকাররা সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
ন্যাশনাল সাইবার-সিকিউরিটি অ্যালায়েন্সের একজিকিউটিভ ডাইরেক্টর লিসা প্লেইয়াহমেয়ার বলেন, বিষয়টি নাজুক, তাই এটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
Know-Be-4 এর সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ রজার গ্রিমস সতর্ক করেন যে, কোনো ডিভাইস যদি হ্যাক করা হয়, তখন এর সম্ভাব্য কুপ্রভাব অনেক ব্যাপক হতে পারে।
অ্যাপল বলছে, “সক্রিয়ভাবে এই বিষয়টির সুযোগ নেওয়া হতে পারে”। তবে, তারা বলে নি যে, কারা এর সুযোগ নিবে।
রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর অ্যাসোসিয়েট ফেলো জেমি কোলিয়ার বলেন, আইন প্রয়োগকারীরা আইনানুগ উদ্দেশ্যে সিস্টেমের দুর্বলতাগুলো থেকে সুযোগ নিয়ে থাকেন।
এতে প্রভাবিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে, আইফোন-সিক্স-এস এবং এর পরবর্তী মডেলগুলো-সহ আরও কিছু ম্যাক কম্পিউটার এবং আই-প্যাডের আরও কিছু মডেল।
লিসা প্লেইয়াহমেয়ার বলেন, এই ত্রুটির কথা প্রকাশ করে দেওয়ার কিছু ঝুঁকিও রয়েছে।
তবে, ভাল সংবাদ হচ্ছে, এটার সমাধানও বিদ্যমান রয়েছে। আর, নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এটি দ্রুত ইনস্টল করাটাই জরুরি বিষয়।
অ্যাপল সেটগুলোতে ডিফল্টভাবে সেট কর হয়েছে যে, এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড হয়ে যাবে। তবে, এর জন্য কিছুটা সময় লাগতে পারে। তাই, ব্যবহারকারীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এটি ম্যানুয়ালি আপডেট করার জন্য। এর জন্য সাধারণত কয়েক মিনিট সময় লাগে।
সিডনির কয়েকজন অ্যাপল-ব্যবহারকারী এটা জানতেন না যে, যত দ্রুত সম্ভব এটি আপডেট করতে হবে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, অ্যাপলের পণ্যগুলোর জনপ্রিয়তার কারণে এগুলো হ্যাকারদের কাছে আকর্ষণীয় লক্ষ্যে পরিণত হয়েছে।
তারা বলছেন, এই ঘটনাটি একটি সুযোগ এনে দিয়েছে জনগণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে, তারা যেগুলোতে ক্লিক করছেন এবং যেসব ডাউনলোড করছেন সেসব নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।






