অ্যাপলে নিরাপত্তা-ত্রুটি, ব্যবহারকারীদেরকে জরুরি ভিত্তিতে সফটওয়্যার আপডেট করতে বলা হচ্ছে

Apple Security Update Explainer

The line-up of the Apple iPhone 13 is displayed on their first day of sale, in New York, Friday, Sept. 24, 2021, iPhone 13 mini, foregroud, iPhone 13, iPhone 13 Pro, and iPhone 13 ProMax, left to right, background. Apple's latest security update was easy to miss. But security experts are warning that everyone should update any Apple device they have immediately. Apple said Wednesday, Aug. 17, 2022, that there are serious security vulnerabilities for iPhones, iPads and Macs that could potentially allow attackers to take complete control of these devices, and that the issue may already have been "actively exploited." Source: AP / Richard Drew

বিশ্ব জুড়ে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদেরকে বলা হচ্ছে, তারা যদি ইতোমধ্যে সফটওয়্যার আপডেট বা হালনাগাদ না করে থাকেন, তাহলে অতি দ্রুত আপডেট করতে। কোম্পানিটি একটি নিরাপত্তা-ত্রুটির কথা প্রকাশ করেছে। বলা হচ্ছে যে, এই ত্রুটিটি কাজে লাগিয়ে হ্যাকাররা হয়তো বা ইতোমধ্যেই কিছু কিছু মোবাইল সেট, ট্যাবলেট এবং কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়েছে।


আপনার যদি আইফোন, আই-প্যাড কিংবা ম্যাক কম্পিউটার থাকে, তাহলে সতর্ক হোন।

আপনার ডিভাইসটি যদি আপডেট না করা হয়ে থাকে, তাহলে সেটির অপারেটিং সিস্টেমে একটি ত্রুটি থাকার কারণে হ্যাকাররা সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ন্যাশনাল সাইবার-সিকিউরিটি অ্যালায়েন্সের একজিকিউটিভ ডাইরেক্টর লিসা প্লেইয়াহমেয়ার বলেন, বিষয়টি নাজুক, তাই এটিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে।

Know-Be-4 এর সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ রজার গ্রিমস সতর্ক করেন যে, কোনো ডিভাইস যদি হ্যাক করা হয়, তখন এর সম্ভাব্য কুপ্রভাব অনেক ব্যাপক হতে পারে।

অ্যাপল বলছে, “সক্রিয়ভাবে এই বিষয়টির সুযোগ নেওয়া হতে পারে”। তবে, তারা বলে নি যে, কারা এর সুযোগ নিবে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর অ্যাসোসিয়েট ফেলো জেমি কোলিয়ার বলেন, আইন প্রয়োগকারীরা আইনানুগ উদ্দেশ্যে সিস্টেমের দুর্বলতাগুলো থেকে সুযোগ নিয়ে থাকেন।

এতে প্রভাবিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে, আইফোন-সিক্স-এস এবং এর পরবর্তী মডেলগুলো-সহ আরও কিছু ম্যাক কম্পিউটার এবং আই-প্যাডের আরও কিছু মডেল।

লিসা প্লেইয়াহমেয়ার বলেন, এই ত্রুটির কথা প্রকাশ করে দেওয়ার কিছু ঝুঁকিও রয়েছে।

তবে, ভাল সংবাদ হচ্ছে, এটার সমাধানও বিদ্যমান রয়েছে। আর, নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, এটি দ্রুত ইনস্টল করাটাই জরুরি বিষয়।

অ্যাপল সেটগুলোতে ডিফল্টভাবে সেট কর হয়েছে যে, এটি স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড হয়ে যাবে। তবে, এর জন্য কিছুটা সময় লাগতে পারে। তাই, ব্যবহারকারীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এটি ম্যানুয়ালি আপডেট করার জন্য। এর জন্য সাধারণত কয়েক মিনিট সময় লাগে।

সিডনির কয়েকজন অ্যাপল-ব্যবহারকারী এটা জানতেন না যে, যত দ্রুত সম্ভব এটি আপডেট করতে হবে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, অ্যাপলের পণ্যগুলোর জনপ্রিয়তার কারণে এগুলো হ্যাকারদের কাছে আকর্ষণীয় লক্ষ্যে পরিণত হয়েছে।

তারা বলছেন, এই ঘটনাটি একটি সুযোগ এনে দিয়েছে জনগণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে, তারা যেগুলোতে ক্লিক করছেন এবং যেসব ডাউনলোড করছেন সেসব নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand