নতুন অভিবাসীদের অনেকেই সপরিবারে অস্ট্রেলিয়ায় আসেন। তাঁদের সন্তানদের কোথায় এবং কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাবেন—এই প্রশ্ন থাকে অনেকেরই মনে। বিশেষ করে যেসব সন্তান মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছে, তাঁদের ভর্তি নিয়ে বাবা-মায়ের কৌতূহল ও প্রশ্ন আরও বেশি।

টার্নিট সিনিয়র কলেজের লার্নিং স্পেশালিস্ট এবং ভিসিই কেমিস্ট্রি ও বায়োলজি শিক্ষক মোহাম্মদ বদরুর রাশা। Source: Supplied / Mohammad Rasha
দুই পর্বের এই সাক্ষাৎকারের এবারের অংশে থাকছে—মাধ্যমিক পর্যায়ে কোন কোন শ্রেণি ও বিষয় অন্তর্ভুক্ত, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তির উপায় ও প্রক্রিয়া কী, সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে কী পার্থক্য—এরকম সব গুরুত্বপূর্ণ আলোচনা।
সাক্ষাৎকারটির প্রথম পর্ব শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।