বাংলাদেশে ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের মধ্য দিয়ে। এই পরিবর্তন নিয়ে হচ্ছে অনেক ধরনের আলোচনা সমালোচনা। শিক্ষক ও শিক্ষাবিদদের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে কথা বলছেন অভিভাবক এবং বাবা-মায়েরাও।
বর্তমানে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গৌতম রায় Source: Supplied / Goutam Roy
পাঠ্যবইয়ে এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রসঙ্গ এবং যৌন স্বাস্থ্য বিষয়ের অন্তর্ভূক্তি নিয়ে গৌতম রায় বলেন, এই বিষয়গুলো জরুরি তবে স্পর্শকাতর। তাই কীভাবে এবং কী উপায়ে এই স্পর্শকাতর বিষয়গুলি পড়ানো হবে, শিক্ষকরা তার জন্যে প্রস্তুত কিনা সেটাও গুরুত্বপূর্ণ।
নতুন শিক্ষাক্রম নিয়ে তিনি আরও বলেন, এই শিক্ষাক্রমের সফলতা অনেকাংশেই নির্ভর করবে সরকার কীভাবে এর প্রয়োগ ঘটাবে, তার ওপর।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।