ভারতের সংসদে রং-ধোঁয়া কাণ্ডে উত্তাল রাজনীতি। বিরোধীরা এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সরকারের ব্যর্থতা বলে দাবি করছে।
অন্যদিকে, ঘটনায় মূল অভিযুক্ত, ক’দিন আগেও কলকাতায় থাকতেন বলে তদন্তে উঠে আসায়, এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছবি সামনে আসায় বাংলা যোগের অভিযোগ তুলেছে বিজেপি।
এর মধ্যে বুধবার দিল্লিতে পশ্চিমবঙ্গের বকেয়া টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। যদিও বিরোধী কংগ্রেস এবং বামপন্থীরা বলছে, রাজ্যের দাবি নয়, নিয়োগ দুর্নীতি স্পষ্ট হয়ে যাওয়ায়, তৃণমূল কংগ্রেস নেত্রী তাঁর পরিবারের সদস্যদের গ্রেপ্তারির হাত থেকে বাঁচাতে চান।
আর এরপরেই ২৪ ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বাংলাদেশের স্বাধীনতার পর যেখানে ভাষণ দিয়েছিলেন, সেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর তার আগে কলকাতায় যথাবিহিত শ্রদ্ধার সঙ্গে কলকাতায় পালিত হয়েছে বাংলাদেশের বিজয় উৎসব।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








