আজকের শীর্ষ খবর:
- অ্যালিস স্প্রিং-এ তিন সপ্তাহের ইয়ুথ কারফিউ শেষ হওয়ার প্রায় ১৫ দিন পর প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি আজ স্থানীয় কয়েকটি সংগঠন পরিদর্শন করছেন।
- গত বছরের নভেম্বর মাসে অপটাস নেটওয়ার্ক-বিভ্রাটের মতো ঘটনায় ট্রিপল জিরো পরিষেবা যেন বিঘ্নিত না হয়, এ-বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে।
- মেলবোর্নের একদল বিজ্ঞানী এমন একটি ভ্যাকসিন আবিষ্কারের কাছাকাছি রয়েছেন যা সব ধরণের ইনফ্লুয়েঞ্জা বি-র বিরুদ্ধে লড়াই করতে পারবে।
- বিশ্বের অন্যতম শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার তৈরির প্রচেষ্টায় অস্ট্রেলিয়ার ফেডারেল ও কুইন্সল্যান্ড সরকার প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।
- অস্ট্রেলিয়ার ফেডারেল, স্টেট ও টেরিটরি সরকারেরা আগামীকাল বুধবার লিঙ্গ-ভিত্তিক সহিংসতা সম্পর্কিত বিশেষ জাতীয় মন্ত্রিসভার একটি ভার্চুয়াল বৈঠক করতে চলেছে।
- সানশাইন কোস্ট, গোল্ড কোস্ট, মেলবোর্ন ও অ্যাভালন বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিল করেছে বাজেট এয়ারলাইন বোনজা।







