নওরিন চৌধুরী অস্ট্রেলিয়ায় প্রবাসী হয়েছেন ছোটবেলায়। ইতোমধ্যেই তিনি অস্ট্রেলিয়ার মূলধারায় ফ্যাশন ও মডেলিং ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে কাজ করছেন।
একজন বাংলাভাষী মুসলমান নারী হিসেবে নানা সময়েই বাধার সম্মুখিন হয়েছেন তিনি। দু’সন্তানের মা হিসেবে, স্বামী-সন্তানদেরকে সময় দেওয়ার পাশাপাশি এই পেশা চালিয়ে যাওয়াকে চ্যালেঞ্জিং বলে জানান তিনি।
নওরিন বলেন, “মাঝে মাঝে মা-ও বলেন, একটু মডেস্ট (শালীন) কাপড় পরো।
ইতোমধ্যে মাঝারি বাজেটের তিনটি হিন্দি সিনেমার জন্য প্রস্তাব পেয়েছেন নওরিন। তবে, স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় এবং অন্যান্য নানা শর্তের জন্য সেগুলো ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেন,

Nureen Chowdhury Source: Supplied
“আমার দুটি মেয়ে আছে। আমি ফ্যামিলির প্রেস্টিজটা, ইজ্জতটা খুবই কেয়ার করি।”
তবে, তিনি বাংলা নাটক করতে আগ্রহী বলে জানান।
নতুনদের প্রতি তার কী পরামর্শ জানতে চাইলে তিনি বলেন,
“নিজেকে জানতে হবে, আসলে কী চান। খুবই অর্গানাইজড হতে হবে, ডায়েট মেনটেইন করতে হবে, টাইমলি সবকিছু করতে হবে।”
তিনি আরও বলেন, এই পেশা সহজ নয়, অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং।
নওরিন চৌধুরীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Nureen Chowdhury Source: Supplied