১. সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল থেকে অভ্যন্তরীণ বিমানগুলো আসা-যাওয়া করছে বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। সুনামগঞ্জের ১১ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সহায়-সম্বলহীন মানুষের দুর্ভোগ বাড়ছে। বানের পানি নামতে শুরু করলেও আশ্রয় কেন্দ্র থেকে সবাই এখনও বাড়িঘরে ফিরতে পারেনি। যারা ফিরতে শুরু করেছেন, তাদের যুদ্ধ শুরু হয়েছে নতুন করে সংসার গোছানোর। যমুনা নদীর পানি কমতে শুরু করায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অভ্যন্তরীণ নদনদীর পানি এখনও বাড়ছে। পানিবন্দি রয়েছে ৪১ হাজার মানুষ।
এদিকে সিলেট ও সুনামগঞ্জের বানভাসিদের জন্য ‘অপ্রতুল বরাদ্দের’ অভিযোগ এনে সরকার বন্যার্তদের জন্য কী করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব এ প্রশ্ন তুলেন। বন্যা পরিস্থিতির জন্য সংগঠনের কাজ সীমিত করে নেতা-কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্তের কথা জানান তিনি। অবিলম্বে বন্যা উপদ্রুত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিও জানান তিনি।

Bangladesh Army official distribute free food to flood victims after a widespread flood in Sylhet district, in Bangladesh, 23 June 2022. Source: AAP, EPA
২. বাসযোগ্যতার বিচারে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ১৭২ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান এবার ১৬৬তম। মহামারীর ধাক্কা সামলে উন্নত দেশগুলোর অনেক শহর স্বাভাবিকতায় ফেরার পাশাপাশি বাসযোগ্যতার তালিকায় হারানো অবস্থান ফিরে পেয়েছে। তবে এক বছরে ঢাকার উন্নতি হয়েছে সামন্যই। গতবছর ১৪০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩৭তম; অর্থাৎ তালিকার নিচের দিক থেকে চার নম্বরে, এবার সেখান থেকে সাত নম্বরে উঠে এসেছে চারশ বছরের পুরনো এ শহর।
৩. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার কাছে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “আগামী সেপ্টেম্বরে শেখ হাসিনার সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কূটনৈতিক চ্যানেলে কাজ করছেন।”
বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
আরও দেখুন: