বাংলাদেশের সাম্প্রতিক খবর, ৩ সেপ্টেম্বর, ২০২২

Bangladesh Opposition Leader

Bangladesh's former prime minister and Bangladesh Nationalist Party (BNP) chairperson Khaleda Zia has been recently released from a local hospital, (File Photo). Source: AP / A.M. Ahad/AAP

বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • টিআইবি'র জরিপে সেবা পেতে বাংলাদেশের ৭০.৯ শতাংশ খানা বা পরিবারকে দুর্নীতির শিকার হতে হয়েছে
  • নারায়ণগঞ্জে ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ
  • স্বাস্থ্য পরীক্ষার পর বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

১.

দেশের সেবা খাতের দুর্নীতি ও ঘুষের সার্বিক চিত্র দেখতে জরিপ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তাতে যে চিত্র উঠে এসেছে, তা হচ্ছে, সেবা পেতে দেশের ৭০.৯ শতাংশ খানা বা পরিবারকে দুর্নীতির শিকার হতে হয়েছে। আর ৪০.১ শতাংশ পরিবারকে সেবা পেতে ঘুষ দিতে হয়েছে। জরিপের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও পাসপোর্ট অধিদপ্তরে। জরিপের সময়কাল ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর। দৈবচয়নের মাধ্যমে ১৩২০ খানার ওপর এই জরিপ করা হয়। জরিপে অংশগ্রহণকারীরা ১৭টি সেবার কোন খাতে কে কী পরিমাণ দিয়েছেন তা বর্ণনা করেছেন। দুর্নীতি নিয়ন্ত্রণে টিআইবি ১০টি সুপারিশও করেছে।

২.

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জে ডিআইটি বাণিজ্যিক এলাকায় দেড় ঘণ্টা পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ছাড়াও পথচারী-নারীসহ গুলিবিদ্ধ হয়েছেন ২৬ জন। পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটায় আহত হয়েছেন পুলিশসহ অর্ধশতাধিক মানুষ। গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধান ফতুল্লার এনায়েতনগর এলাকায় একটি কারখানায় ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি পার্শ্ববর্তী বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকায়।

৩.

ওদিকে দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু শোভাযাত্রা কাকরাইলের নাইটিঙ্গেল মোড়, বিজয় নগর সড়ক, পল্টনের মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। বড় আকারের জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রঙ বেরঙের ব্যানার-ফেস্টুন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় অংশ নেন। পূর্ব ঘোষিত এ শোভাযাত্রা উপলক্ষে নয়া পল্টনসহ শান্তিনগর পর্যন্ত বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। নারায়ণগঞ্জে যুব দলকর্মী শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা দেশব্যাপী গায়েবানা জানাজা ও শনিবার প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। শোভাযাত্রার আগে ট্রাকের ওপর দাঁড়িয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিষ্ঠাবার্ষিকীর দিন নারায়ণগঞ্জে পুলিশের হামলায় যুব দলের শাওন প্রধান নিহত হওয়ার ঘটনাসহ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তিনি সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, খালেদা জিয়ার মুক্তির দাবি তুলে ধরে দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে’ আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ‘রাজপথ দখল করে দুর্বার আন্দোলন’ গড়ে তোলার আহ্বান জানান।

৪.

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন মিছিল নিয়ে কেউ কিছু বলছে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিছিল সমাবেশে সাম্প্রতিক সংঘাতের জন্য দলটির নেতাদেরই দায়ী করেছেন।বিরোধী দলের আন্দোলনে বাধা না দিতে পুলিশকে নির্দেশনা দেওয়ার কথা আবারও সংসদে তুলে ধরে তিনি আন্দোলনের নামে সংবাদ মাধ্যমে প্রচার পেতে বিএনপি নেতাদের এমন পরিস্থিতি তৈরির চেষ্টার বর্ণনাও দেন। বৃহস্পতিবার রাতে সংসদের ঊনবিংশতম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমি তো আন্দোলন করার কথা বলছি না। আমি বলেছি মিছিল করেন, আন্দোলন করেন শান্তিপূর্ণ। কেউ কিচ্ছু বলবে না। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না। কিন্তু এরা তো মাঠে নেমেই আগে কোথায় কাকে আক্রমণ করবে, কিভাবে একটা সিচুয়েশন তৈরি করবে।”

৫.

রওশন এরশাদকে সরিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা মনোনীত করছে জাতীয় পার্টি (জাপা)। গত বৃহস্পতিবার বর্তমান বিরোধী দলের নেতা রওশন এরশাদের অনুপস্থিতিতে জাপার সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান জাপার মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকার একদিনের মধ্যেই পার্টির সংসদীয় দল বৈঠক করে এই সিদ্ধান্ত নেয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ঢাকার সংবাদ মাধ্যমকে বলেছেন, বিরোধী দলীয় নেতা অনেকদিন ধরে অসুস্থ। তিনি স্বাস্থ্যগত কারণে সংসদেও ঠিকমত আসতে পারছেন না। এজন্য সংসদীয় দল এই সিদ্ধান্ত নিয়েছে।

৬.

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিন দিন পর গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসায় পৌঁছান তিনি। গত রবিবার স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। সেদিনই তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শারীরিকভাবে ভালো বোধ করায় হাসপাতাল থেকে খালেদা জিয়াকে রিলিজ দেওয়া হয়েছে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘বাসায় থেকেই নেত্রীর পরবর্তী চিকিৎসা কার্যক্রম চলবে। বাসায়ও তিনি মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞদের সার্বিক তত্বাবধানে থাকবেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মেডিক্যাল বোর্ড ম্যাডামের চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে। আপাতত শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বোর্ড তাকে বাসায় ফেরার অনুমতি দিয়েছে।'

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand