'আলী' ছবিটি এই বছরের ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের 'স্পেশাল মেনশন' বা বিশেষ স্বীকৃতি লাভ করেছে আর সদ্য সমাপ্ত মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে।
নির্মাতা আদনান বলেন, "ছবিটি আসলে ব্যক্তির 'ভয়েসের' কথা বলে - আমরা অনেক সময় পুরো সমাজ কিংবা ব্যক্তির নিজস্ব গণ্ডির মধ্যে অবদমিত অবস্থায় থাকি, বিশেষ করে নিজের 'আইডেন্টিটি' প্রকাশের ক্ষেত্রে, সেই আইডেন্টিটি প্রকাশের চ্যালেঞ্জই এই ছবির উপজীব্য।"

'Ali' won a 'special mention' award at 2025 Cannes Film Festival in France. Credit: Adnan Al Rajeev
আদনান বলেন, "এমন একটি এটমোস্ফিয়ার তৈরির পেছনে মূল যে চিন্তা কাজ করেছে তা হলো এমন একটি স্পেস তৈরি করা যেখানে গল্পটির প্রেক্ষাপট বাংলাদেশ হলেও এটি পুরো বিশ্বের কথা বলবে, যেখানে যে কোন প্রান্তের মানুষেরা এর সাথে নিজেকে মেলাতে পারবে।

Adnan Al Rajeev is a Bangladeshi filmmaker, producer and scriptwriter known for his contributions to television, advertising and cinema. Credit: Adnan Al Rajeev
'আলি' ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আল আমিন, ইন্দ্রাণী সোমা এবং সাকিব আহমেদ তুহিন।

The film 'Ali' tells the story of a gifted teenage boy on a journey to uncover his true musical voice. Credit: Adnan Al Rajeev
চিত্রগ্রাহক (Cinematographer) কামরুল হাসান খসরু,
এবং সম্পাদক (Editor) তাইফুল চৌধুরী স্বাধীন।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।