বেগম খালেদা জিয়ার সমর্থক ও গুণগ্রাহীরা তাঁকে আপোষহীন নেত্রী বলে মনে করেন, একই সাথে তাদের বিশ্বাস তাঁর সংযত ভাষা, ব্যক্তিত্বই তাঁর প্রতি মানুষের ভালোবাসার মূল কারণ।
সদ্যপ্রয়াত বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বিএনপির রাজনীতির সাথে যুক্ত অস্ট্রেলিয়া প্রবাসী মি. তৌহিদ ইসলাম এবং মিজ আবিদা সুলতানা।
মি. তৌহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের এক অনন্য রূপান্তর তুলে ধরে বলেন, "তিনি একজন সাধারণ গৃহবধূ থেকে গণমানুষের নেত্রীতে পরিণত হয়েছিলেন।"
"ব্যক্তিগত জীবনে বেগম জিয়া ছিলেন অত্যন্ত পরিশীলিত এবং মার্জিত আচরণের অধিকারী; এমনকি রাজনৈতিক প্রতিপক্ষ বা চরম প্রতিকূলতার মুখেও তিনি কখনো কারো প্রতি কটু শব্দ ব্যবহার করেননি," বলেন তিনি।
মি. ইসলামের মতে, বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারা এবং পরমত সহিষ্ণুতা প্রতিষ্ঠার এক অনন্য প্রতীক ছিলেন।
"বেগম জিয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যক্তিজীবন যেন একটি বটবৃক্ষের মতো, যা দীর্ঘ সময় ধরে চরম ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেও নিজের আদর্শের শিকড় শক্ত করে মাটির সাথে জড়িয়ে রেখে তার অনুসারীদের ছায়া দিয়ে গেছে," বলেন মি. ইসলাম।
মিজ আবিদা সুলতানা বেগম খালেদা জিয়াকে একজন অত্যন্ত সাংস্কৃতিক মনা মানুষ হিসেবে বর্ণনা করেছেন, যিনি ছোটবেলা থেকেই শিশুদের প্রতিভাকে উৎসাহিত করতেন এবং 'নতুন কুঁড়ি' ও নজরুল একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতেন।
"১৯৯২ সালে বিটিভির 'নতুন কুঁড়ি' অনুষ্ঠানে বেগম জিয়াকে যখন আমি প্রথম দেখি, তখন তাকে সাদা শাড়িতে অনেকটা "আকাশ থেকে নেমে আসা এক দেবদূতের" মতো মনে হয়েছিল," বলেন তিনি।
আবিদা সুলতানা আরও বলেন, "নেত্রীর সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তার আপসহীনতা এবং অসুস্থ হওয়া সত্ত্বেও কখনো নিজের দেশ ছেড়ে না পালানোর দৃঢ় মানসিকতা, যা তার সমর্থকদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।"
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
















