আজকের শীর্ষ খবর:
- এ বছর কিংস বার্থডে অনার্স লিস্টে একজন প্রাক্তন লেবার প্রিমিয়ারের সম্মাননা পাওয়া নিয়ে সৃষ্ট বিতর্ক উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। কঠোর কোভিড-১৯ নীতিমালার জন্য আলোচিত ছিলেন সেই প্রিমিয়ার। সংসদে ও জনস্বাস্থ্যের জন্য অবদান রাখায় এ বছর এসি অর্থাৎ, কম্পানিয়ন অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া সম্মাননা লাভ করেছেন ভিক্টোরিয়ার সাবেক প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাবেক প্রিমিয়ার মার্ক ম্যাকগাওয়ান।
- অনলাইন বেটিং-এর জন্য জুয়ারিরা আর ক্রেডিট কার্ড এবং ডিজিটাল মুদ্রা ব্যবহার করতে পারবে না। গ্যাম্বলিং সমস্যা নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। ডিজিটাল ওয়ালেটের সঙ্গে যুক্ত ক্রেডিট কার্ড, বিটকয়েনের মতো ক্রিপ্টো কারেন্সি এবং অন্য যে কোনো নতুন ধরনের ক্রেডিট এই নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।
- অ্যাগ্রিকালচার মিনিস্টার মারে ওয়াট বলেছেন, পাঁচটি ভিক্টোরিয়ান খামারে বার্ড ফ্লু সনাক্ত হওয়া সত্ত্বেও, অস্ট্রেলিয়া জুড়ে ডিমের ঘাটতি নিয়ে উদ্বেগের কিছু নেই। ভিক্টোরিয়াতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মুরগির মৃত্যু হয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ছাড়া দেশের অন্যান্য স্টেট ও টেরিটোরিতে ডিম বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ দুই কার্টনের কোটা আরোপ করেছে কোলস।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধ বিরতি প্রস্তাব সমর্থন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আট মাস-ব্যাপী যুদ্ধের অবসানের লক্ষ্যে মার্কিন খসড়া প্রস্তাব গ্রহণকে স্বাগত জানিয়েছে হামাস। আরও বলেছে যে, তারা এই পরিকল্পনার নীতি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।
- বাংলাদেশে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। ২৩ জুন থেকে আগামী তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পেলেন।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হারলো বাংলাদেশ। গতকাল সোমবার নিউ ইয়র্কে টস জিতে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১১৩ রান করে। ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ২ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করতে সক্ষম হয় টাইগাররা।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









