আজকের শীর্ষ খবর:
- ফেডারাল বাজেটের পূর্বাভাস হিসেবে বলা হচ্ছে, বছরের শেষ নাগাদ মুদ্রাস্ফীতি তিন শতাংশের নিচে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বাজেটের ট্রেজারি প্রেডিকশন হস্তান্তর করা হবে। এতে দেখা যাচ্ছে, ডিসেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি ২.৭৫ শতাংশে নেমে আসবে।
- এদিকে, ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স বলেছেন যে, ডমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য সহিংসতা মোকাবেলায় বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ফেডারাল সরকার গত সপ্তাহে, বিপদজনক পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া নারীদেরকে সহায়তা করার জন্য ৫,০০০ ডলার এসকেপিং ভায়োলেন্স পেমেন্ট প্রদানের ঘোষণা করেছে।
- গবেষণা সংস্থা দ্য অস্ট্রেলিয়া ইনস্টিটিউট-এর তথ্য মতে, ২০২৩-২৪ অর্থ-বছরে ফেডারাল এবং স্টেট সরকারগুলো থেকে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারীদের ভর্তুকির পরিমাণ ১৪.৫ বিলিয়ন ডলার। ২০২২-২৩ অর্থবছরে দেওয়া ১১.১ বিলিয়ন ডলার থেকে চলতি অর্থবছরে ভর্তুকি ৩১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
- উত্তর আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ৩০০ জন নিহত এবং ১৬০০ জনেরও বেশি আহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তালেবান-পরিচালিত শরণার্থী মন্ত্রণালয় বলেছে যে, হাজার হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু বিনষ্ট হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।








