আজকের শীর্ষ খবর:
- ট্রেজারার জিম চ্যালমার্স বলেছেন যে, আসন্ন ফেডারাল বাজেটে জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে স্বস্তি দিতে কর কমানো হবে। ড. চ্যালমার্স আরও বলেন, ৯.৩ বিলিয়ন ডলার উদ্বৃত্ত থাকার, দ্বিতীয় সারপ্লাসের যে পূর্বাভাস সরকার দিয়েছে, তা প্রায় দুই দশকের মধ্যে প্রথম ব্যাক-টু-ব্যাক উদ্বৃত্ত এবং এটি দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার ফলাফল।
- ড. চ্যালমার্স জোর দিয়ে বলেছেন যে, মুদ্রাস্ফীতির উপর নিম্নমুখী চাপ সৃষ্টি করার জন্য এই বাজেট। তবে, বিরোধী দলের সদস্যরা মনে করেন, এই বাজেটের ফলে মুদ্রাস্ফীতি পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এবারের বাজেট পেপার্স অনুসারে, ডিসেম্বরের মাঝে মুদ্রাস্ফীতি ২.৭৫ শতাংশে নেমে আসবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নিয়ে রিজার্ভ ব্যাংক যে পূর্বাভাস দিয়েছিল, তার চেয়ে এক বছর আগেই, মুদ্রাস্ফীতি ২ থেকে ৩ শতাংশের মাঝে নেমে আসবে।
- মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে বিরোধীদল। বিরোধী দলের ফাইন্যান্স বিষয়ক মুখপাত্র অ্যাঙ্গাস টেইলর বলেন, সরকারি ব্যয় দ্বারা নয়, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির পেছনে চালিকা-শক্তি হলো প্রাইভেট বিজনেস। এদিকে, লিবারাল পার্টি রুমে বক্তৃতায় বিরোধীদলীয় নেতা পিটার ডাটন বলেছেন, লেবার বাজেটের মানে হলো, অস্ট্রেলিয়ানদের ক্ষতির জন্য কর আদায় ও ব্যয় করতে যাচ্ছে সরকার।
- মধ্যপ্রাচ্যে তেহরানের অস্থিতিশীল আচরণের প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়া পাঁচ জন ইরানী এবং তিনটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। ফরেইন মিনিস্টার পেনি ওয়াং এই ঘোষণা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইরানের প্রতিরক্ষা-মন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।









