আজকের শীর্ষ খবর:
- সিডনি থেকে মালয়েশিয়াগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে একজন যাত্রীকে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
- ভিক্টোরিয়ায় রান্না করা খাবার খেয়ে তিন ব্যক্তির মৃত্যু হওয়ার পর, পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন সেই খাবার রান্নাকারী একজন নারী। ধারণা করা হচ্ছে যে, সেই খাবারে বিষাক্ত মাশরুম ছিল।
- দারিদ্র্য-সীমার নিচে থাকা অস্ট্রেলিয়ানদেরকে সহায়তা করতে জবসিকার ওয়েলফেয়ার পেমেন্ট আরও বাড়ানো দরকার। অস্ট্রেলিয়ায় দারিদ্র্যের অবস্থা কী রকম সে সম্পর্কে একটি সিনেট তদন্ত কমিটিকে এ কথা বলা হয়েছে।
- আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একটি হোটেলে বিস্ফোরণে অন্তত তিন জন নিহত ও সাত জন আহত হয়েছে।
- ঢাকার কেরানীগঞ্জের গোবরবাগে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে তিন জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার, স্থানীয় সময় ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
- ভারতের হিমালয় অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪১ জন মারা গেছে এবং আরও অনেকে আটকা পড়েছে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









