আজকের শীর্ষ খবর:
- কুইন্সল্যান্ডের উপনির্বাচনের ফলাফল নিয়ে ফেডারাল সরকার খুব বেশি চিন্তিত নয়, বলেন এনভায়রনমেন্ট মিনিস্টার তানিয়া প্লিবারসেক। তার মতে, অস্ট্রেলিয়ানরা তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে, সেগুলো নিয়ে সরকার বেশি চিন্তিত। উপনির্বাচনে, রাজ্যটির ইনালা এবং ইপসউইচ আসনে লিবারাল ন্যাশনাল পার্টির প্রতি ভোটারদের ব্যাপক ঝোঁক দেখা গেছে। লেবার পার্টির জন্য এ বিষয়টিকে “খুব খারাপ” বলে অভিহিত করেছেন কুইন্সল্যান্ডের প্রিমিয়ার স্টিভেন মাইলস।
- ফেডারাল সরকার এবং প্রভাবশালী ক্রসবেঞ্চারদের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। ছোট কোম্পানিগুলো যেন তাদের কর্মীদেরকে আরও সহজে পেইড প্যারেন্টাল লিভ প্রদান করতে পারে সেজন্য। ক্ষুদ্র ব্যবসাগুলোকে সহায়তা করতে ১০ মিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে ফেডারাল সরকার। তাদের পেইড প্যারেন্টাল লিভ স্কিমের জন্য সমর্থন লাভের উদ্দেশ্যে এই উদ্যোগ।
- অর্ধেকেরও বেশি ভিক্টোরিয়ান গাঁজা সেবনকে অপরাধ হিসেবে গণ্য করার বিপক্ষে। গত বছরের শেষ দিকে পেনিংটন ইনস্টিটিউটের পক্ষ থেকে পরিচালিত একটি সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। ১,৫১১ জন উত্তরদাতার মধ্যে ৫৪ শতাংশ মনে করেন, এটি অপরাধ নয় এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য তারা একটি নিয়ন্ত্রিত বাজার তৈরির পক্ষেও মত দেন।
- রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে নকল বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০০০ সালে ক্ষমতায় আসার পর টানা পঞ্চম মেয়াদে রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরিপ্রেক্ষিতে মিস্টার জেলেনস্কি এ কথা বলেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









