আজকের শীর্ষ খবর:
- সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশেোরকে। পুলিশ বলছে, এই ঘটনার আগে সেই ব্যক্তিকে অভিযুক্ত এই কিশোর চিনতো না। নিকটবর্তী রয়্যাল প্রিন্স আলফ্রেড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আহত ব্যক্তিকে। তার অবস্থা স্থিতিশীল।
- লেবার পার্টির ককাস থেকে বরখাস্ত হওয়া সিনেটর ফাতিমা পেইম্যানকে তার দলীয় সহকর্মীরা ভয় দেখিয়েছেন, এ রকম অভিযোগ প্রত্যাখ্যান করেছেন দলটির সিনিয়র রাজনীতিবিদগণ। ফিলিস্তিনের রাষ্ট্রত্ব সম্পর্কিত একটি প্রস্তাবে তিনি ফ্লোর ক্রস করে দলের বিপক্ষে ভোট দেন। সেজন্য তাকে দলীয় ককাস থেকে শুরুতে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়। তবে, ভবিষ্যতেও এ রকম ক্ষেত্রে তিনি ফিলিস্তিনের পক্ষে ভোট দিবেন, এ কথা বলার পর ককাস থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়।
- ২০২৮ সাল থেকে সমুদ্রপথে জীবিত ভেড়া রপ্তানি করা নিষিদ্ধ করা হবে। সোমবার রাতে সিনেটে এ বিষয়ক একটি বিল পাশ হয়েছে। এটি ঠেকাতে ওয়েস্ট অস্ট্রেলিয়ান ফার্মার ও ব্যবসা-মালিকদের লবিং শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। ফার্মাররা ক্ষুব্ধ হয়ে বলেছে, এর ফলে তাদের জীবিকা ধ্বংস হবে।
- সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি পেতে পারেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে এ কথা জানিয়েছে। সুপ্রিম কোর্টে বিচারপতিদের ছয় জন ট্রাম্পের পক্ষে এবং তিন জন তার বিপক্ষে গেছেন। এর ফলে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন হস্তক্ষেপ ও ক্যাপিটলে হামলা বিষয়ক মামলার তেমন অগ্রগতি হবে না।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









