আজকের শীর্ষ খবর:
- দুই কিশোরের ঝগড়ার কারণে গতকাল অ্যাডেলেইডের ওকল্যান্ডস পার্কে একটি শপিং সেন্টার লকডাউন করা হয়। পরে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকাল ঠিক তিনটার একটু আগে ওয়েস্টফিল্ড মেরিওন সেন্টারে এই ঘটনার সূত্রপাত। ১৫ এবং ১৬ বছর বয়সী সেই দুই কিশোরকে গ্রেপ্তার করার পর তাদের বিরুদ্ধে হামলা, প্রতারণা এবং ডাকাতির অভিযোগ আনা হয়েছে। পুলিশ দু’টি সম্প্রসারণযোগ্য লাঠিও জব্দ করেছে।
- ট্রেজারার জিম চ্যালমার্স বলেছেন, একটি নতুন ও শক্তিশালী গ্রোসারি কোড নিশ্চিত করবে যে, সরবরাহকারীরা সুপারমার্কেট জায়ান্টদের কাছ থেকে ন্যায্য মূল্য পাচ্ছেন। যে-সব সুপারমার্কেটের বার্ষিক অস্ট্রেলিয়ান আয় ৫ বিলিয়ন ডলারের বেশি, সেগুলোর জন্য এই কোডটি বাধ্যতামূলক করা হবে। এর মানে হলো, উলওয়ার্থ এবং কোলস লক্ষ লক্ষ ডলার জরিমানার সম্মুখীন হতে পারে।
- কোয়ালিশনের পারমাণবিক শক্তি পরিকল্পনা নিয়ে সাবেক লেবার প্রধানমন্ত্রী পল কিটিংয়ের সমালোচনার জবাব দিয়েছেন বিরোধী-দলীয় নেতা পিটার ডাটন। স্মার্ট এনার্জি কাউন্সিল বলেছে যে, জোটের সাতটি পারমাণবিক চুল্লি নির্মাণের অঙ্গীকারের জন্য করদাতাদের ৬০০ বিলিয়ন ডলার খরচ হতে পারে; কিন্তু, ২০৫০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার এনার্জি মিক্স এর মাত্র ৩.৭ শতাংশ সরবরাহ করা হবে।
- প্রচণ্ড গরমের মধ্যে মক্কায় এ বছরের হজ্জে ১,৩০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। সৌদি আরবের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। মক্কার মসজিদুল হারামে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাজীরা অসুবিধার মধ্যে পড়েন। মৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ান হাজীও ছিলেন।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। কিন্তু, আফগানিস্তানের কাছে যে কোনো ফরম্যাটে প্রথমবার হারার পর এটা সহজ হবে না। সেন্ট ভিনসেন্টে অস্ট্রেলিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দিয়ে ২১ রানে হারিয়েছে আফগানরা। সেমি-ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়াকে এখন তাদের সুপার এইটের শেষ খেলায় ভারতকে হারাতে হবে এবং নেট রান-রেটের উপর নির্ভর করতে হতে পারে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









