আজকের শীর্ষ খবর:
- কাজের সময়ের বাইরে কাজ সম্পর্কিত যোগাযোগ উপেক্ষা করার অধিকার প্রদানকারী আইনটি কার্যকর হয়েছে। বিরোধীদলীয় নেতা পিটার ডাটন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি নির্বাচিত হলে এই আইনটি বাতিল করবেন। তবে, ওয়ার্কপ্লেস রিলেশন্স মিনিস্টার মারেই ওয়াট বলেছেন, কাজের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার এই অধিকার কর্মক্ষেত্রে সঠিক সীমা স্থাপনে সহায়তা করবে।
- ওয়েস্টার্ন সিডনির প্যারামাটায় ২৯ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর অনুসন্ধান চলছে। সিবিডির নিকটবর্তী হ্যারল্ড স্ট্রিটে আজ খুব ভোরে এ ঘটনা ঘটে।
- এদিকে, সাউদার্ন সিডনির এনগাডিনে ৫৮ বছর বয়সী এক ব্যক্তি তার গাড়িটি বিধ্বস্ত করার আগে এবং সহায়তা করতে আসা পথচারীদেরকে আক্রমণ করার আগে একটি বক্স কাটার দিয়ে তার সঙ্গীকে ছুরিকাঘাত করেছিলেন বলে অভিযোগ। নিজেকে গুরুতর আহত করার আগে সেই ব্যক্তি ছয় জন পথচারী এবং একজন পুলিশ অফিসারকে আহত করেছে বলে জানা গেছে।
- লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনীর মাঝে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে। ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায়।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









