আজকের শীর্ষ খবর:
- ফায়ার সার্ভিস ইউনিয়নের সঙ্গে ভিক্টোরিয়ান সরকারের বিরোধ চলছে। মেলবোর্ন সিবিডি-র কিছু অংশ অচল করে দিয়েছে ফায়ার-ফাইটারগণ। হলুদ জ্যাকেট এবং সানগ্লাস পরিহিত প্রায় ১,৫০০ ফায়ার-ফাইটার এই বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়।
- সাউথ অস্ট্রেলিয়ার একটি স্টিল টাউনে প্রতিষ্ঠিত করা হবে অস্ট্রেলিয়ার বড় আকারের গ্রিন হাইড্রোজেন এক্সপোর্ট টার্মিনাল।
- শীঘ্রই ঘূর্ণিঝড়, বন্যা, বুশফায়ার এবং তাপপ্রবাহের বিপর্যয়ের প্রভাব পড়তে পারে অস্ট্রেলিয়ায়।
- প্রধান স্টুডিওগুলোর সঙ্গে প্রাথমিকভাবে তিন বছরের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে রাইটার্স গিল্ড অব আমেরিকা। চুক্তিটি এখনও ইউনিয়নের নেতৃত্ব ও সদস্যদের দ্বারা অনুমোদিত হয় নি।
- এশিয়ান গেমস নারী ক্রিকেটে স্বর্ণ পদক ভারতের। ফাইনালে ১৯ রানে হেরে রৌপ্য জিতেছে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান করে শ্রীলঙ্কা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । আগামী ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাবে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









