আজকের শীর্ষ খবর:
- গতকাল রবিবার বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা-সহ উপকূলের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ে প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
- অস্ট্রেলিয়ায় দেশ জুড়ে আঘাত হানছে আবাসন সঙ্কট। রিজিওনাল প্রপার্টির দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। ৫০টি নন-ক্যাপিটাল সিটির ওপর সমীক্ষা চালিয়েছে কোর-লজিক। এগুলোর মধ্যে মাত্র তিনটিতে তারা দেখতে পেয়েছে যে, গত তিন মাসে সেসব স্থানে ভাড়া বৃদ্ধি পায় নি। তবে, ৩৭টি স্থানে ভাড়া বৃদ্ধি পেয়েছে রেকর্ড পরিমাণে।
- সরকারের ভ্যাপিং বৈধ করা উচিত বলে মন্তব্য করেছেন ন্যাশনালস এমপি বার্নাবি জয়েস। এক্ষেত্রে বিদ্যমান বাজার নিয়ন্ত্রণ করার পক্ষে যুক্তি দেন তিনি। বিভিন্ন রিপোর্ট অনুসারে, রাজ্যগুলোতে আগামী চার বছরে ভ্যাপিং পণ্যগুলো থেকে ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি কর আদায় করা যেতে পারে।
- পার্থে নিজেদের বাড়িতে বন্দুকের গুলিতে একজন মা ও তার মেয়ের মৃত্যুর পর, সেই রাজ্যে গান ল আরও কঠোর করা উচিত কিনা তা দেখছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক। জানা গেছে, ৬৩ বছর বয়সী সেই বন্দুকধারীর কাছে গান লাইসেন্স ছিল এবং ১৩টি আগ্নেয়াস্ত্র ছিল।
- প্রায় চার মাস পর, গতকাল রবিবার, ইসরায়েলের বাণিজ্যকেন্দ্র তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাস ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করার পরে লক্ষ লক্ষ ইসরায়েলিকে বোমা আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছিল।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।








