আজকের শীর্ষ খবর:
- মন্ত্রিসভায় রদবদল করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। আজ বেশ কয়েকজন নতুন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। ইমিগ্রেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স মিনিস্টার হয়েছেন টনি বার্ক। ইনডিজেনাস অস্ট্রেলিয়ান্স পোর্টফোলিও গ্রহণ করেছেন ম্যালানডিরি ম্যাকার্থি এবং প্যাট কনরয় ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড প্যাসিফিক এর দায়িত্ব ধরে রাখার পাশাপাশি ফ্রন্টবেঞ্চে যাচ্ছেন।
- ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য নিউ সাউথ ওয়েলস লেবারের আহ্বানে সাড়া দিয়েছেন ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লস। ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই বিষয়টিকে অগ্রাধিকার প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাতে গত ২৭ জুলাই শনিবার নিউ সাউথ ওয়েলস লেবার কনফারেন্সে একটি প্রস্তাব পাশ করা হয়েছে।
- ভিক্টোরিয়ায় একজন মাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি তার ২০ বছর বয়সী মেয়েকে এমন একজনের কাছে বিয়ে দিয়েছিলেন যে লোক পরে সেই মেয়েকে হত্যা করেছিল। ১২ মাস পর স্বীকৃতি আদেশে মুক্তি পাবেন সাকিনা মুহম্মদ জান নামের সেই নারী। এরপর তাকে আফগানিস্তানে ফেরত পাঠানো হবে। অস্ট্রেলিয়ায় এটিই প্রথম ফোর্সড ম্যারেজের জন্য সাজা। আর, হত্যাকারী সেই ব্যক্তি এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
- ইজরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি রকেট হামলার জন্য লেবানন-ভিত্তিক হিজবুল্লাহকে দায়ী করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় ফুটবল মাঠে ১২ জন শিশু-কিশোর নিহত হয়। ইজরায়েলও এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে। এরপর তারা লেবাননের কয়েকটি স্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের হুমকি তৈরি করেছে।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









