আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার ২৮তম গভর্নর-জেনারেল হিসেবে সামান্থা মোস্তিন AO -এর নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। সরকারের উইমেন’স ইকনোমিক ইকুয়ালিটি টাস্কফোর্স-এর বর্তমান চেয়ারম্যান মিজ মোস্তিন এর আগে সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং-এর উপদেষ্টা ছিলেন। পহেলা জুলাইয়ে তিনি তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।
- গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং। এই আক্রমণের কারণে ক্ষুব্ধ হয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। কারণ, মিজ ফ্রাঙ্ককম-সহ মোট সাত জন ত্রাণকর্মী যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকদেরকে মানবিক সহায়তা প্রদানের চেষ্টা করছিলেন।
- মঙ্গলবারের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাটিকে দুঃখজনক বলে বর্ণনা করেন এবং বলেন, যুদ্ধের সময়ে এ ধরনের ঘটনা ঘটে থাকে।
- ইউক্রেনের একটি ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার সীমান্তের প্রায় ১,৩০০ কিলোমিটার অভ্যন্তরে একটি তেল শোধনাগারে আঘাত করা হয়েছে। তাতারস্তানের রাশিয়ান অংশে এই আক্রমণের ফলে একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। এতে ১২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
- হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত শনিবার খালেদা জিয়াকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস-সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। খবর, দৈনিক প্রথম আলো-র।
- টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান করে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক-সহ ৪টি উইকেট নেন পেসার ফারিহা তৃষ্ণা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশের মেয়েরা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









