আজকের শীর্ষ খবর:
- সিডনিতে হাঙরের কামড়ে আহত একজন নারীকে উদ্ধার করলো এলিজাবেথ বে-এর বাসিন্দারা। বিশের কোঠার সেই নারীর ডান পায়ে একটি বুল শার্ক কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার চিকিৎসার জন্য গতকাল সন্ধায় প্যারামেডিক ডাকা হয়। অধিক রক্তক্ষরণ হওয়ায় গুরুতর অবস্থায় তাকে সেন্ট ভিনসেন্ট’স হসপিটালে নেওয়া হয়।
- চাইল্ডকেয়ার খাত নিয়ে এক বছর তদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ACCC বা অস্ট্রেলিয়ান কনজিউমার অ্যান্ড কমপিটিশন কমিশন। এতে বলা হয়েছে, মূদ্রাস্ফীতির চেয়ে দ্রুত বেড়েছে চাইল্ডকেয়ার ফি। ACCC বলছে, এটি যেন আরও সাশ্রয়ী হয় সেজন্য সরকারের উচিত চাইল্ডকেয়ার খাতে হস্তক্ষেপ করা।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি বুশফায়ার এলাকা থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে এবং এটি ডাউনগ্রেড করা হয়েছে। শোল বে রিট্রিটের উত্তরে ভ্যাঙ্কুভার পেনিনসুলার আলবেনির নিকটস্থ বাসিন্দাদের জন্য গতকাল একটি ওয়াচ অ্যান্ড অ্যাক্ট সতর্কতা জারি করা হয়েছে।
- জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্রী সাবরিনা সিং বলেন, এই হামলায় অন্তত ৪০ জন প্রতিরক্ষা-কর্মী আহত হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে না।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









