আজকের শীর্ষ খবর:
- গাজার অস্থিতিশীল পরিস্থিতির আবারও নিন্দা করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। এর আগে, গাজার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে অস্ট্রেলিয়ান সাত জন প্রাক্তন প্রধানমন্ত্রীর মাঝে ছয় জনের বিরুদ্ধে ভণ্ডামি করার অভিযোগ আনে অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্ক বা APAN।
- ভয়ানক দাবানলে কুইন্সল্যান্ডের পশ্চিমাঞ্চলে আরও ঘর-বাড়ি বিনষ্ট হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, ব্রিসবেনে মারাত্মক দাবানলে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হবে। ওয়েস্টার্ন ডাউনস অগ্নিকাণ্ডে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে। গত ১০ দিনে সেখানে ২০ হাজার হেক্টর ভূমি পূড়ে গেছে এবং সেখান থেকে শত শত লোককে সরিয়ে নিতে হয়েছে।
- পার্থের ক্যাসিনো এলাকায় একটি বিলাসবহুল হোটেলের কক্ষে এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। এই ঘটনায় একজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার পার্থ সিবিডি-র পূর্বে ক্রাউন টাওয়ার্স-এ ৩০ এর কোঠার এক নারীর মৃতদেহ পাওয়া গেলে সকাল ১১টার দিকে ইমার্জেন্সি সার্ভিসেস ডাকা হয়।
- গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হবে না ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। মন্ত্রীসভার এক বৈঠকের সময়ে তেল আভিভ থেকে তিনি বলেন, গাজায় তার দেশের অভিযান এখন তৃতীয় পর্যায়ে প্রবেশ করছে। ট্যাঙ্কগুলো এখন শহরে প্রবেশ করা শুরু করেছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।