মূল বিষয়:
- উদ্ভিদ-উদ্যানের মতো বড় জায়গাগুলি ছাড়া বেশিরভাগ সিটি পার্ক বা নগরউদ্যানগুলি সিটি কাউন্সিলের দায়িত্বের অধীনে পড়ে
- সাধারণত উদ্যানগুলিতে বাণিজ্যিক কার্যকলাপ পরিচালনার জন্য শর্ত প্রযোজ্য হয় এবং এসব ক্ষেত্রে প্রায়শই কাউন্সিলের অনুমোদন নেয়ার এবং ফি প্রদানের প্রয়োজন হয়
- উদ্যানের ভেতরে আসা অন্যান্য দর্শনার্থীদের সুবিধা ও অসুবিধা সম্পর্কে সচেতন হওয়া পার্ক ব্যবহারের শিষ্টাচারের মধ্যে অন্যতম
অস্ট্রেলিয়ায় ৫০ হাজারেরও বেশি নগরউদ্যান রয়েছে।
শুধু সিডনিতেই প্রায় ৪০০ টি উদ্যান রয়েছে, যেগুলির মধ্যে পকেট-পার্ক এবং শহরতলির রিজার্ভ থেকে শুরু করে হেরিটেজ-তালিকাভুক্ত বাগান পর্যন্ত রয়েছে।
জোল জনসন সিডনি সিটি কাউন্সিলের গ্রিনিং অ্যান্ড লিজার বিভাগের একজন ব্যবস্থাপক।
তিনি বলেন, কিছু ক্ষেত্রে নাগরিকদের জন্যে রাখা সবুজ উদ্যানগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্টেট সরকার, ট্রাস্ট বা অন্যান্য সংস্থার সাথে ভাগ করে নেয়া হলেও, নগরউদ্যানগুলির পরিচালনা সাধারণত স্থানীয় সিটি কাউন্সিলের দায়িত্বের অধীনে পড়ে।
আর এই কারণেই বিভিন্ন উদ্যানের নিয়ম পৃথক হতে পারে এবং মি. জনসনের পরামর্শ হচ্ছে স্থানীয় উদ্যানে কী নিয়ম প্রচলিত ব্যবহারের আগে সে-সম্পর্কে জেনে নেয়া।

জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা ছাড়াও, শহরের উদ্যানগুলিতে বিভিন্ন নিয়ম রাখা হয় সাধারণত সবার জন্য একটি সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য থেকে।
যদিও কিছু নির্দিষ্ট নিয়ম প্রায় সমস্ত অভ্যন্তরীণ-নগরউদ্যানের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে, তবে কিছু নিয়ম রয়েছে যেগুলি একেক উদ্যানে একেক রকম। যেমন সব উদ্যানে ক্যাম্পিং করা যায় না, এরকম অসংখ্য ক্রিয়াকলাপের ক্ষেত্রে নিয়ম পরিবর্তনশীল হয়ে থাকে বলে জানিয়েছেন মি. জনসন।
স্যামি ডবিনসনের দুটি সন্তান রয়েছে, এবং তিনি ‘মাম্মা নোওজ মেলবোর্ন’ নামের একটি ওয়েবসাইটের সহ-পরিচালক, যেটি শিশু ও পরিবারের জন্য বিনামূল্যে ভ্রমণের জন্যে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। তিনি তার শহরের বেশিরভাগ উদ্যান পরিদর্শন করেছেন।
তিনি বলেন, পার্কে সাধারণত এমন কোনো নিয়ম থাকে না যেটি বাবা-মা ও বাচ্চাদের তাদের ক্রিয়াকলাপ সীমাবদ্ধ করে দিবে।
তবে বৃহত্তর উদ্যানগুলির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন নিয়মকানুন দেখা যেতে পারে।

পার্ক এবং খেলার মাঠের শিষ্টাচারের ক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমাদের সাধারণ জ্ঞান কাজে লাগানোই যথেষ্ঠ হয়ে থাকে, বলেন মিজ ডবিনসন।
কেউ যদি সন্তানের জন্মদিনের আয়োজন কোনো উদ্যানে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে পার্কের অন্য ব্যবহারকারীদের যেন সমস্যা না হয়, সেদিকে সচেতন দৃষ্টি রাখাটা আয়োজনকারীদের কাছ থেকে প্রত্যাশিত আচরণ।
ছোট ও মাঝারি আকারের আয়োজন বা সমাবেশের ক্ষেত্রে বারবিকিউ স্পটসহ উদ্যানের ভেতরের বিভিন্ন জায়গা ও সুবিধাগুলি ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ‘আগে আসলে আগে পাবেন’ পদ্ধতি প্রচলিত হয়ে থাকে।
তবে বিয়ে বা বছর-শেষের উদযাপনের মতো বড় অনুষ্ঠানের ক্ষেত্রে, এবং এর পাশাপাশি উল্লেখযোগ্য জনসমাগম বা বাণিজ্যিক কারনে আয়োজন করা বিভিন্ন কার্যক্রমের জন্য অগ্রিম বুকিং বা পারমিট নেয়ার প্রয়োজন হতে পারে।
উদ্যানের অভ্যন্তরে বারবিকিউ করার অথবা কাঠ-কয়লা বা অন্য যে কোনো ধরণের আগুন জ্বালানোর পরিকল্পনা থাকলে স্থানীয় কাউন্সিলের ফায়ার-ব্যান বিষয়ক নির্দেশনা জেনে নিতে ভুলবেন না। একই সাথে আপনার স্টেট বা টেরিটরির স্থানীয় অগ্নি সংক্রান্ত বিপদ ও সতর্কতা এবং নিষেধাজ্ঞা সম্পর্কেও জানা থাকা গুরুত্বপূর্ণ।
অনেক ক্ষেত্রে উদ্যানগুলিতে ফিটনেস বা ওয়েলনেস শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী পেশাদার প্রশিক্ষকদেরও সিটি কাউন্সিলের কাছ থেকে অনুমোদন নেয়ার প্রয়োজন হতে পারে এবং কিছু ক্ষেত্রে এর জন্যে ফি প্রদান করতে হতে পারে।
স্কট হান্ট ‘ফিটনেস এনহ্যান্সমেন্ট’ নামক সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং সিইও। অস্ট্রেলিয়ার তিনটি স্টেট জুড়ে তাঁর এই ‘পার্সোনাল ট্রেনিং’ ব্যবসাটি পরিচালিত হয়।
মি. হান্ট আমাদের জানান, ব্রিসবেন শহরের পার্কগুলিতে ব্যক্তিগত প্রশিক্ষণ কার্যক্রমের জন্য পারমিট সিস্টেম বিভিন্ন পদ্ধতিতে কাজ করে।

উদ্যানের ভেতরে বাণিজ্যিক কার্যকলাপের ক্ষেত্রে কাউন্সিলের প্রচলিত নিয়মের পেছনে মূল কারণ হচ্ছে জনগণের স্বাস্থ্য এবং নিরাপত্তার মান বজায় রাখা।

মি. হান্টের মতে, যদিও পার্কের নিয়মগুলি ব্যক্তি এবং ব্যবসা-প্রতিষ্ঠান উভয়ের জন্যই স্পষ্ট করে দেয়া থাকে, তবে কোনও অনিশ্চয়তার ক্ষেত্রে বিনয়ী ও সম্মানজনক পদ্ধতি গ্রহণ করাই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
আপনার এলাকায় অগ্নি ও দাবানল সম্পর্কিত তথ্যের জন্যে নিজের লিংকগুলি দেখুন:
New South Wales Fire Danger Ratings
Queensland Fire Danger Ratings
Western Australia Fire Danger Ratings
South Australia Fire Danger Ratings
Australian Capital Territory Fire Danger Ratings
Northern Territory Fire Danger Ratings
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।











