শীর্ষ সংবাদ
- কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডে গতকাল রবিবার একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সন্তান-সহ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে।
- প্রাইস-ওয়াটারহাউস-কুপার্স তথ্য ফাঁসের মতো কেলেঙ্কারি ঠেকাতে কর আইন শক্তিশালী করার জন্য নতুন বিধান প্রবর্তন করবে সরকার।
- রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যে একটি ‘রিস্টোরিং ট্রাস্ট’ বিল উত্থাপন করেছেন ইন্ডিপেন্ডেন্ট টিল এমপি কেট চ্যানি।
- হেলথ মিনিস্টার মার্ক বাটলার বলেছেন যে, কমিউনিটি ফার্মেসি সেক্টরে আস্থা প্রদানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। কারণ, সস্তা মূল্যের ওষুধ চালু করা হয়েছে।
- পাকিস্তানের দক্ষিণাঞ্চলে, একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে।
- এ নিয়ে ১২ বারের মতো নেটবল বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৬১-৪৫ ব্যবধানে জয়ী হয় অস্ট্রেলিয়া।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









