শীর্ষ সংবাদ
- একটি অত্যাধুনিক শিশু নির্যাতন নেটওয়ার্ক নিয়ে তদন্তের পর, একজন অস্ট্রেলিয়ান ফেডারাল পাবলিক সার্ভেন্ট-সহ ১৯ জন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই গোষ্ঠীটি দু’জন এফ-বি-আই এজেন্ট হত্যার সঙ্গে জড়িত ছিল।
- কুইন্সল্যান্ডের রাসেল আইল্যান্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডের পর, পুলিশ বলছে যে, তারা খোলা মনে এর কারণ অনুসন্ধান করছে। এতে পাঁচ সন্তান-সহ ৩৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম ওয়েইন গডনেট।
- ভিক্টোরিয়ান ফায়ার-ফাইটারদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় ধরনের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
- ইউক্রেনের ইনটেরিয়র মিনিস্টার ইহোর ক্লাইমেনকো বলেছেন, পূর্ব-ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরের আবাসিক ভবনগুলোতে দু’টি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে।
- ভারতীয় জনতা পার্টি অর্থাৎ, বিজেপি-র সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ভারতের রাজধানী দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের নেতারা কুশল বিনিময় করেন এবং ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
- ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাটিলডাস নামে পরিচিত অস্ট্রেলিয়ার নারী ফুটবল দল।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









