মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিক হ্যাসলাম এসবিএস-কে বলেন, "ঘৃণার উৎস প্রায়ই এমন একটি অনুভূতি থেকে আসে যখন আপনি মনে করেন আপনি অন্যায়ভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এবং আপনি তেমন কিছুই করতে পারছেন না।"
যখন কেউ মনে করে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকে অপমান করেছে বা খারাপ ব্যবহার করেছে, তখন তার মধ্যে ঘৃণার অনুভূতি জন্ম নিতে পারে।
"এটা একধরনের আবেগজনিত অবস্থার জন্ম দেয়, যা প্রায়ই দীর্ঘস্থায়ী রাগ, অবজ্ঞা, আগ্রাসিতা বা শত্রুতার রূপে প্রকাশ পায়। এবং এই আবেগই মানুষকে কর্মে উদ্বুদ্ধ করে—যা সাধারণত প্রতিশোধ, সম্পর্ক ছিন্ন করা, কিংবা ঘৃণার পাত্রকে কোনো না কোনোভাবে কষ্ট পেতে দেখার ইচ্ছার মাধ্যমে প্রকাশিত হয়।"
হেইট ল্যাবের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর মাত্তেও ভারগানি বলেন, "(ধর্মীয় বা জাতিগত) বিদ্বেষের একটি বিবর্তনগত ভিত্তি রয়েছে — তবে মানুষ আবেগের তাড়নাকে অতিক্রম করতে পারে।"
তিনি আরও বলেন, "মানুষ নিশ্চয়ই ঘৃণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।"
এসবিএস এক্সামিনস-এর এই পর্বে ঘৃণার মানসিক উৎস এবং সমাজে চরম বিভক্তির কী প্রভাব পড়ে, তা বিশ্লেষণ করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।