সহযোগী অধ্যাপক ড: আজিজ রহমান ফেডারেশন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষক এবং এসোসিয়েট ডিন রিসার্চ। জনস্বাস্থ্য সচেতনতায় তিনি দূরালাপনি এবং ফেইসবুক লাইভে জনস্বাস্থ্য বিষয়ে সচেতন করছেন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর সময়কালে কমিউনিটির মধ্যে এই বিষয়ে জনসচেতনতা বাড়াতে ফেইসবুক লাইভে আলোচনা সভা এবং সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করছেন।
অতিমারি মোকাবেলায় সরকারের উদ্যোগ প্রসারিত করতে কমিউনিটির তৃণমূল পর্যায়ে তিনি কাজ করে চলেছেন। তাঁর মতে, অতিমারির কালে মাল্টিকালচারাল কমিউনিটির জন্য কমিউনিটি সংলগ্ন হেলথ এক্সপার্ট কার্যকর ভূমিকা পালন করতে পারেন
কমিউনিটির তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে করোণাভাইরাস অতিমারি, ভ্যাক্সিনেশন ইত্যাদি নিয়ে কিছু মিথ বা অতিকথন এবং ভ্রান্ত ধারণা কাজ করছে। এই প্রশ্নে তিনি সোশ্যাল মিডিয়া সহ মানুষের কথায় কান না দিয়ে সরাসরি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে এই বিষয়ে খোলাখুলি আলোচনার উপর জোর দেন।

লক ডাউনের সময়ে কমিউনিটির কাছে জনস্বাস্থ্য বার্তা পৌঁছে দিতে তিনি হেলথকেয়ার এওয়্যারনেস সোসাইটি অফ অস্ট্রেলিয়ার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি ফোরাম যেমন ভিক্টরিয়ান বাংলাদেশী কমিউনিটি ফাউন্ডেশন, পিদিম ফাউন্ডেশন ইত্যাদির লাইভ সেশনে উপস্থিত থেকেছেন।
পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.







