সিডনির বাঙালি অধ্যুষিত এলাকা লাকেম্বা। সেখানে দুটি ক্লিনিক ও একটি রেস্টুরেন্টে কোভিড-১৯ সংক্রামিত ব্যক্তির উপস্থিতি এবং পরবর্তীতে বেশ কিছু মানুষ আক্রান্ত হওয়ার পর ওই এলাকার মানুষ বেশ আতংকিত হয়ে পড়েছেন। এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন লাকেম্বা-বেলমোরে চেম্বারের সেক্রেটারি ও স্থানীয় ব্যবসায়ী এবং ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন -এর সাবেক কাউন্সিলর, মোহাম্মদ জামান টিটু। সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।