ড. এরিক ডেনিসন মোনাশ বিশ্ববিদ্যালয়ের একজন আচরণবিজ্ঞানী, যিনি পুরুষপ্রধান পরিবেশ, যেমন খেলাধুলার ক্লাব থেকে শুরু করে খনি এলাকায় কেন পুরুষরা সমকামীদের নিয়ে ঘৃণামূলক ভাষা ব্যবহার করে, তা নিয়ে গবেষণা করেছেন।
তিনি বলেন, এই ধরনের পরিবেশে পুরুষরা মূলত মানিয়ে নিতে এবং নিজেদের ভিন্নলিঙ্গকামী হিসেবে প্রকাশ করার জন্য সমকামিতা-বিরোধী ভাষা ব্যবহার করে।
তিনি আরও যোগ করেন, 'আমরা দেখেছি, কোনো তরুণ বা কিশোরের সমকামীদের প্রতি মনোভাব খুব ইতিবাচক হোক কিংবা খুব নেতিবাচক, সমকামিতা-বিরোধী ভাষা ব্যবহার করার সম্ভাবনা প্রায় সমান।
তরুণরা মূলত অন্যদের আচরণের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে এবং গ্রহণযোগ্য হতে এমন ভাষা ব্যবহার করে। আর যদি তারা এ ধরনের ভাষা না ব্যবহার করে, তখন তাদের অদ্ভুত বা দলের বাইরে মনে করা হয়।
ড. ডেনিসন বলেন, যদিও ইচ্ছে করে ঘৃণামূলকভাবে বলা না-ও হয়, তারপরেও এ ধরনের ভাষা LGBTQ তরুণদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
‘আন্ডারস্ট্যান্ডিং হেইট’-এর এই পর্বে সমকামিতা-বিরোধী ভাষা ও সহিংসতার কারণ, এবং সমকামী পুরুষদের ওপর তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।